প্রথমবারের মতো ঢাকায় এসেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সানসিল্কের আমন্ত্রণে তিনি বৃহস্পতিবার রাতে ঢাকা আসেন। শুক্রবার ভক্তদের উদ্দেশে ফেসবুকে একটি বাংলায় লেখা আবেগঘন বার্তাও শেয়ার করেন তিনি।
ঢাকায় অবস্থানকালে হানিয়া আমির আহসান মঞ্জিলে ইউটিউবার রাফসান দ্য ছোটো ভাইয়ের সঙ্গে শুটিংয়ে অংশ নেন। এছাড়া ভক্তদের সঙ্গে দেখা ও মতবিনিময় করার সুযোগও থাকছে।
সানসিল্কের আয়োজিত এক প্রতিযোগিতায় অংশ নিয়েই ভক্তরা হানিয়ার সঙ্গে দেখা করতে পারবেন। একটি ‘গেট রেডি উইথ মি’ ভিডিও বানিয়েই হানিয়া আমিরের সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ মিলবে ভক্তদের।
কালো পোশাকে সাজ, সানসিল্ক ব্ল্যাক শাইন ব্যবহার এবং উজ্জ্বল গহনা-জুতা নিয়ে ভিডিও ধারণ করে পোস্ট করলেই মিলবে অংশগ্রহণের সুযোগ।
২১ সেপ্টেম্বর সানসিল্কের এক্সক্লুসিভ ফটোশুটে অংশ নিয়ে হানিয়া পাকিস্তানে ফিরে যাবেন।
মন্তব্য করুন: