[email protected] শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
২৮ ভাদ্র ১৪৩২

হুমাইরার মৃত্যু ঘিরে রহস্য, ফরেনসিক রিপোর্ট থেকে জানা গেল চাঞ্চল্যকর তথ্য

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০৯ পিএম

ছবি: সংগৃহীত

পাকিস্তানি মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগারের রহস্যজনক মৃত্যুর পর তার পোশাক থেকে রক্তের দাগ পাওয়া গেছে। ফরেনসিক প্রতিবেদনে উঠে আসা এ তথ্য তার মৃত্যু ঘিরে রহস্য আরও বাড়িয়েছে। গণমাধ্যমের খবরে বলা হয়, তার টি-শার্ট ও ট্রাউজারে রক্তের চিহ্ন মিলেছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নির্ধারণ করা যায়নি, কারণ কঙ্কাল ছাড়া দেহের কোনো গুরুত্বপূর্ণ অঙ্গ পাওয়া যায়নি।

তদন্ত কর্মকর্তারা জানান, অঙ্গের অনুপস্থিতি তদন্তকে বাধাগ্রস্ত করছে। এছাড়া পাকিস্তানে জাতীয় রক্ত ও ডিএনএ ডেটাবেজ না থাকায় জৈবিক নমুনা মিলিয়ে দেখা কঠিন হয়ে পড়ছে। পুলিশের সূত্রে জানা যায়, হুমাইরার একটি মোবাইল ফোন নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে, এতে তার শেষ দিনগুলোর গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে।
গত ৮ জুলাই করাচির ডিফেন্স ফেজ ভি এলাকার অ্যাপার্টমেন্টে হুমাইরার মরদেহ উদ্ধার করা হয়। গত সাত বছর ধরে তিনি সেখানে একাই বসবাস করছিলেন।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর