[email protected] শুক্রবার, ১ আগস্ট ২০২৫
১৭ শ্রাবণ ১৪৩২

সত্যিই কি মা হচ্ছেন ক্যাটরিনা?

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩১ জুলাই ২০২৫ ১৮:০৭ পিএম

ফাইল ছবি

আবারও বলিউডে জোর গুঞ্জন- মা হতে চলেছেন ক্যাটরিনা কাইফ! ২০২১ সালের ডিসেম্বর মাসে অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন এই বলিউড নায়িকা। দেখতে দেখতে চার বছর পেরিয়ে গেছে এই দম্পতির দাম্পত্যজীবন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। গতকাল বুধবার সোশ্যাল মিডিয়ায় ক্যাটরিনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখে গেছে, অভিনেত্রীর পরনে সাদা ঢিলেঢালা কো-অর্ড সেট। কোনো মেকআপ নেননি, মাস্কে ঢাকা মুখ। একেবারে ধীর গতিতে অতি সতর্কতার সঙ্গে বোটের সিঁড়ি বেয়ে উঠছেন। আর গাড়ি থেকে নেমে বোটে ওঠা পর্যন্ত রাস্তায় স্ত্রীকে আগলে রেখেছেন ভিকি কৌশল। এমন ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই অভিনেত্রীর মা হওয়ার গুঞ্জন তুঙ্গে।

অভিনেত্রীর পরনের ঢিলেঢালা পোশাক এবং সতর্কতার সঙ্গে পা ফেলের দৃশ্য অনুরাগীদের মনের জল্পনাকে আরও বাড়িয়ে তুলেছে। পাপারাজ্জিদের ক্যামেরা দেখেই ক্যাটরিনা যেন খানিকটা সতর্ক হয়ে গেলেন। একাধিকবার অভিনেত্রীর অস্বস্তি ধরা পড়েছে লেন্সে। অভিনেত্রীর অনুরাগীরা মনে করছেন স্ফীতোদরের জন্যই বোতাম আটকাতে পারেননি।  অনেকে বলে বসেন, ক্যাটরিনা নাকি ইচ্ছাকৃতভাবে নিজের বেবিবাম্প আড়াল করছেন। পাশাপাশি ক্যাটরিনার হাঁটার গতি ছিল বেশ ধীর— যা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। এর ফলে নায়িকার মা হওয়ার জল্পনা যেন আরও জোরাল হয়ে উঠল।

জানা গেছে, কাজের ব্যস্ততার মধ্যেই নিজেদের মতো একান্ত সময় কাটাতে আলিবাগে গিয়েছেন ভিকি-ক্যাটরিনা। গাড়িতে গেলে দীর্ঘ সময় ব্যায় হবে এ জন্য বিকল্প হিসেবে বোট করে আলিবাগে গেছেন এ জুটি।

সোর্স: যুগান্তর   

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর