জিম করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার (২৭ জুলাই) প্রয়াত চিত্রনায়ক জসীমের ছেলে সংগীতশিল্পী এ কে রাতুল মারা যান।
মৃত্যুর দিনই বাদ মাগরিব উত্তরার ৭ নম্বর সেক্টরের পার্ক মসজিদে এ কে রাতুলের জানাজা অনুষ্ঠিত হয়। আর সোমবার সকালে বনানী কবরস্থানে বাবা জসীমের কবরে রাতুলকে সমাহিত করা হয়।
রাতুলের পারিবারিক সূত্রে এসব তথ্য জানা গেছে।
বাবা বড় পর্দার নায়ক হওয়া সত্ত্বেও সে পথে হাঁটেননি রাতুল। মজেছিলেন ব্যান্ড মিউজিকে। জনপ্রিয় রক ব্যান্ড ওন্ড–এর ভোকালিস্ট, বেজিস্ট ছিলেন তিনি। রাতুল ছিলেন এক অসাধারণ প্রযোজকও। দেশের রক সংগীতের নানা ব্যান্ডের জন্য তিনি তৈরি করেছেন একাধিক হিট অ্যালবাম। তার আকস্মিক মৃত্যুতে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে আসে।
নায়ক জসিমের তিন ছেলের একজন এ কে রাতুল। তারা কাজ করেছেন সংগীতজগতে। তিনজনই যুক্ত ব্যান্ডের সঙ্গে। এর মধ্যে রাহুল ‘ট্রেনরেক’ ব্যান্ডের গিটারিস্ট ও ‘পরাহো’ ব্যান্ডের ড্রামার, রাতুল ও সামী যুক্ত ছিলেন ‘ওন্ড’ ব্যান্ডের সঙ্গে।
শ্রোতাদের মধ্যে ওন্ড ব্যান্ডের আলাদা পরিচিতি রয়েছে। ২০১৪ সালে ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘ওয়ান’ ও ২০১৭ সালে দ্বিতীয় অ্যালবাম ‘টু’ প্রকাশিত হয়েছে। ২০২১ সালে প্রকাশিত হয়েছে ইপি ‘এইটটিন’।
সোর্স: যুগান্তর
মন্তব্য করুন: