[email protected] সোমবার, ২৮ জুলাই ২০২৫
১২ শ্রাবণ ১৪৩২

কবে আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক?

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৬ জুলাই ২০২৫ ১৮:০৭ পিএম

ফাইল ছবি

তিনি ‘কিং অব পপ’। মাইকেল জ্যাকসন। সংগীত জগতে এটি এমন একটি নাম, যা প্রজন্মের পর প্রজন্ম মনে রেখেছে সম্মানের সঙ্গে। শুধু পশ্চিমের দেশ নয়, সারা বিশ্বে মাইকেল জ্যাকসন আলো ছড়িয়েছেন। তিনি ফিরছেন রুপালি পর্দায়। প্রয়াত পপসম্রাটের জীবন অবলম্বনে হলিউডে তৈরি হচ্ছে বায়োপিক। ছবির নাম ‘মাইকেল’।

মাইকেল জ্যাকসন কীভাবে বিশ্বের কাছে নিজেকে ‘পপ কিং’ হিসেবে তুলে ধরলেন, এই বিশাল যাত্রায় কতটা কষ্ট করেছিলেন তিনি, কীভাবে সারা বিশ্বে নিজের প্রভাব বিস্তার করেছিলেন– সেসব কিছু দেখানো হবে এ সিনেমার মাধ্যমে। মোটকথা মাইকেল জ্যাকসনের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে তারকা হয়ে ওঠার গল্প– সবকিছুই তুলে ধরা হবে এই ছবিতে।

লায়ন্সগেট প্রযোজিত এ ছবিতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করতে চলেছেন তাঁর ভাতিজা জাফর জ্যাকসন। অ্যান্টইন ফুকুয়া পরিচালিত এ ছবির চিত্রনাট্য লিখেছেন জন লোগান।

কথা ছিল, গত এপ্রিলে মুক্তি পাবে এ ছবি। অবশেষে ২০২৬ সালের ২৪ এপ্রিল তারিখটি নির্ধারণ করা হয়েছে। দীর্ঘদিন ধরেই এ ছবি নিয়ে কথা চলছে। ছবিটি কবে মুক্তি পাবে, সেই প্রতীক্ষায় দিন গুনছেন অনুরাগীরা।

সিনেমাটির শুটিং শেষ হয়ে গিয়েছিল ২০২৪ সালে, তবে পরে শুটিংয়ের বেশ কিছু অংশ বাদ দিয়ে আবার নতুনভাবে কাজ শুরু হয়। প্রথমে মনে করা হয়েছিল দুটি পর্বে এই সিনেমা দেখানো হবে। পরে সিদ্ধান্ত হয় দুটি পর্বে নয় বরং একটি পর্বেই মুক্তি পাবে মাইকেল জ্যাকসনের এ বায়োপিক।

হলিউডের কিংবদন্তি পপতারকা মাইকেলের জীবনের সব থেকে চর্চিত দিকগুলো নিয়ে তৈরি হবে তাঁর বায়োপিক।

এই ছবি জ্যাকসনভক্তদের জন্য নিঃসন্দেহে একটি বিশেষ উপহার হতে চলেছে, যেখান থেকে তারা তাদের প্রিয় তারকার জীবনের অজানা অধ্যায়গুলো জানতে পারবেন।

সোর্স: সমকাল 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর