[email protected] শুক্রবার, ১১ জুলাই ২০২৫
২৬ আষাঢ় ১৪৩২

আমির খানের ছেলের সঙ্গে জুটি বাঁধছেন সাই পল্লবী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০ জুলাই ২০২৫ ১৬:০৭ পিএম

ছবি : সংগৃহীত

এবার বলিউডে পা রাখছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। তার প্রথম হিন্দি ছবি ‘এক দিন’। এই ছবিতে তিনি বলিউড তারকা আমির খানের ছেলে জুনায়েদ খানের সঙ্গে জুটি বাঁধছেন।

বড় ব্যাপার হচ্ছে, ছবিটি আমির খান নিজেই প্রযোজনা করছেন। সঙ্গে রয়েছেন তার ভাই মনসুর খান। বহুল আলোচিত এই সিনেমাটি ৭ নভেম্বর মুক্তি পাবে।  

চলচ্চিত্র বিশ্লেষক তারান আদর্শ এই খবর নিশ্চিত করেছেন। 'এক দিন’ পরিচালনা করেছেন সুনীল পাণ্ডে। এই ছবির মাধ্যমে আমির খান ও মনসুর খান দীর্ঘ ১৭ বছর পর যৌথভাবে প্রযোজনায় ফিরছেন। তারা সর্বশেষ একসঙ্গে প্রযোজনা করেছিলেন ২০০৮ সালের ব্লকবাস্টার ছবি ‘জানে তু ইয়া জানে না'।

এদিকে জুনায়েদ খান ২০২৪ সালে তার অভিনয়জীবন শুরু করেন সিদ্ধার্থ পি মালহোত্রার পরিচালনায় ‘মহারাজ’ ছবির মাধ্যমে। চলতি বছরের শুরুতে তাকে দেখা গেছে ‘লাভেয়াপা’ ছবিতে। যদিও বক্স অফিসে নিজেকে এখনও প্রমাণ করতে সক্ষম হননি আমিরপুত্র।

সোর্স: মানবজমিন 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর