[email protected] মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
১৫ আশ্বিন ১৪৩২

বিখ্যাত মার্কিন গায়ক-অভিনেতা ববি শারম্যান নেই

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৬ জুন ২০২৫ ১৭:০৬ পিএম

ফাইল ছবি

বিখ্যাত মার্কিন গায়ক ও অভিনেতা ববি শারম্যান গত মঙ্গলবার মারা গেছেন। ক্যান্সারে আক্রান্ত মৃত্যুকালে তার বয়স হইয়েছিল ৮১ বছর। শারম্যান মরণঘাতী ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ইনস্টাগ্রামে একটি আবেগঘন বার্তায় গায়কের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন শারম্যানের স্ত্রী ব্রিজিট পুয়েবলন শারম্যান।

ইনস্টাগ্রামে ব্রিজিট লিখেছেন, ‘আমার স্বামী ববি শারম্যান আমাদের ছেড়ে চলে গেছেন। তার হাতে হাত রেখে তিনি আমাদের ভালোবাসার ২৯ বছরের সংসারকে সম্মান জানিয়ে বিদায় নিয়েছেন। এই কঠিন সময়েও তিনি আমার পাশে ছিলেন, সবসময় ছিলেন। তিনি ছিলেন সাহসী, কোমল আর আলোয় ভরা মানুষ।’

শারম্যানের মৃত্যুতে শোক নেমে এসেছে পশ্চিমের বিনোদন দুনিয়াতে।

সোর্স: আমার দেশ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর