[email protected] মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫
২১ শ্রাবণ ১৪৩২

‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র রিমেকে আপত্তি কাজলের!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮ জুন ২০২৫ ১৭:০৬ পিএম

ফাইল ছবি

বলিউডের কালজয়ী সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। দর্শক হৃদয় জয় করা সিনেমাটিতে জুটি বেঁধেছিলেন শাহরুখ খান ও কাজল।

সেই শর্ষেক্ষেত, রাহুল-সিমরানের বিরহ থেকে এক হওয়া এই সবকিছুই যেন সেই সময় একটা সময়ে নতুন ভালোবাসার সংজ্ঞা তৈরি করেছিল। বিশেষ করে সিনেমাটি নিয়ে তরুণ প্রজন্ম বুঁদ ছিলেন।

১৯৯৫ সালের ২০ অক্টোবর মুক্তি পায় সিনেমাটি। এখনও প্রেমের সিনেমার সেরা উদাহরণ ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’।

প্রায় ত্রিশ বছর পেরিয়ে গেলেও এই ছবির প্রতি দর্শকের ভালোবাসা এতটুকু ম্লান হয়নি। আজও রিল লাইফের রাজের দেখানো পথেই প্রেমিকার বাবার বিশ্বাস অর্জন করেন রিয়াল লাইফের রাজ’রা।

কেমন হবে যদি সেই ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ আবার ফেরত আসে দর্শকের সামনে নতুন আঙ্গিকে? ঘটনাটি খুলে বলা যাক, দর্শকমহলে এই ছবির পার্ট-২ দেখার এক উন্মাদনা অনেক দিন ধরেই রয়েছে। ভক্তরা দীর্ঘদিন ধরেই দেখতে চাইছেন ঠিক কী হলো রাজ আর সিমরানের ট্রেনে চড়ে চলে যাওয়ার পর?

‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ পার্ট-২ প্রসঙ্গে এবার প্রতিক্রিয়া জানালেন ছবির ‘সিমরান’ কাজল। সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজল বলেছেন, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে পার্ট-২’ কখনোই বানানো উচিত হবে না।

কারণ এই ছবির একটা আলাদা মাধুর্য, আলাদা নস্টালজিয়া রয়েছে। তাই এর সিক্যুয়েল বানানোর কোনও দরকার নেই। ট্রেনে করে রাজ আর সিমরানের চলে যাওয়ার পর ঠিক কী হলো তা না দেখানোতেই এই ছবির একটা আলাদা চমক রয়েছে। তাই সেটা যেমন আছে তেমনই রাখা উচিত।

সোর্স: কালবেলা

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর