ajbarta24@gmail.com বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
২০ চৈত্র ১৪৩১

আইয়ুব বাচ্চুর ৩০ গানের শিরোনাম নিয়ে এক গান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৪ ১৯:১০ পিএম

Ayub Bachchu-08

গিটার জাদুকর আইয়ুব বাচ্চু ২০১৮ সালের এই দিনে পৃথিবীর মায়া ত্যাগ করেন। তিনি রেখে গেছেন অনেক জনপ্রিয় গান। এসব গানের ভেতর দিয়ে আইয়ুব বাচ্চু শ্রোতাদের মনে বেঁচে থাকবেন।

আইয়ুব বাচ্চুর গাওয়া অনেক গান থেকে মাত্র ৩০টি গানের শিরোনাম নিয়ে একটি গান বাঁধলেন তাঁরই শিষ্য পার্থিব ব্যান্ডের ভোকাল রুমন। গানের শিরোনাম নিয়ে নতুন গান বানানোর চেষ্টা এর আগেও হয়েছে। চলচ্চিত্রেও এমন উদ্যোগ দেখা গেছে।
মাত্র ৫৬ বছরের জীবনে আইয়ুব বাচ্চু গিটারের মূর্ছনা ও গানে গানে মাতিয়েছেন ভক্ত–শ্রোতাদের। নব্বই দশকের গানের জগতে বিচরণ শুরু করে মৃত্যুর আগপর্যন্ত একটানা গান করে গেছেন তিনি। ‘সেই তুমি কেন এত অচেনা হলে’ যখন মঞ্চে গাওয়া হয়, পুরো গানটি আইয়ুব বাচ্চুকে একা গাইতে খুব একটা কেউ দেখেছেন বলে মনে হয় না। একটা গান যে কালজয়ী হতে পারে, তার উজ্জ্বল দৃষ্টান্ত এই গান। শত বছর পরও হয়তো গানটি এমনই থাকবে শ্রোতাদের অন্তরে। শুধু ‘সেই তুমি’ নয়, ‘রূপালি গিটার’, ‘আমি কষ্ট পেতে ভালোবাসি’, ‘ফেরারি মন’, ‘এখন অনেক রাত’, ‘হকার’, ‘আমি বারো মাস তোমায় ভালোবাসি’, ‘বাংলাদেশ’, ‘তারা ভরা রাতে’, ‘মেয়ে’, ‘এক আকাশের তারা’, ‘ওই দূর আকাশের তারা রে’সহ তাঁর আরও অসংখ্য গানের ইতিহাস একই।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর