[email protected] মঙ্গলবার, ৬ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২

মেট গালায় ইতিহাস গড়লেন শাহরুখ খান!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬ মে ২০২৫ ১৭:০৫ পিএম

সংগৃহীত

ফ্যাশন দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ‘মেট গালা ২০২৫’-এর লালগালিচায় প্রথম ভারতীয় পুরুষ অভিনেতা হিসেবে পা রাখলেন বলিউড বাদশাহ শাহরুখ খান।

৫মে সন্ধ্যা ৬টা শুরু হয় বহু প্রতিক্ষীত ফ্যাশন ইভেন্ট মেট গালা ২০২৫।

গ্লোবাল সুপারস্টারের মেট গালা ছিল একেবারে নতুন অভিজ্ঞতা। নিজের চেনা জগৎ থেকে বেরিয়ে তিনি অংশ নিলেন এমন এক অনুষ্ঠানে, যেখানে পোশাক ও ব্যক্তিত্বের প্রকাশে থাকে ভিন্নমাত্রা।  

নিউ ইয়র্কের প্রতিবেদন থেকে জানা যায়, নিউ ইয়র্কের ম্যানহাটনে আয়োজিত এবারের গালায় থিম ছিল ‘সুপারফাইন: টেইলরিং ব্ল্যাক স্টাইল’। আর সেই থিমের নিজস্ব ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছিলেন শাহরুখ। 

ডিজাইনার সব্যসাচী মুখার্জির তৈরি করা মুর্শিদাবাদি সিল্কের মোঘল অনুপ্রাণিত কোর্ট জ্যাকেট, কালো ট্রাউজার ও খোলা ক্রেপ দে চাইন শার্টে তিনি ছিলেন নজরকাড়া। গলায় ছিল হীরায় মোড়া বিশাল ‘কে’পেনড্যান্ট আর একগুচ্ছ জুয়েলড চেইন, হাতে ছিল বাঘের মাথা বসানো একটি ঝকঝকে ছড়ি।

মেট গালায় ছবি তোলার সময় একটু মজা করে নিজের পোশাক প্রসঙ্গে শাহরুখ বলেন, ‘এটা একটু র‍্যাপারদের মতো’। সেই সঙ্গে জানালেন ফ্যাশন দুনিয়া তার পরিচিত জায়গা নয়।

মেট গালার মঞ্চে এসে পোজ দেন কিং খান। হাসি মুখে হাত নাড়েন ফ্যানদের জন্য। ভোলেননি নিজের সিগনেচার পোজ দিতেও। ম্যানেজার পূজা দদলানি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন শাখরুখ খানের এই মেট গালা লুক। যা দেখে উচ্ছ্বসিত ভক্তরা।

প্রসঙ্গত, নিউইয়র্কের মিউজিয়াম অফ আর্ট কস্টিউম ইনস্টিটিউটে প্রতি বছর ঐতিহ্যবাহী এই ফ্যাশন ইভেন্ট হয়। বিশ্বের নামী ফ্যাশন ব্র্যান্ড, ডিজাইনার ও মডেলদের দেখা যায় এখানে।

সোর্স: ইত্তেফাক

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর