ajbarta24@gmail.com বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
২০ চৈত্র ১৪৩১

আবারও ঢাকায় আসার কথা জানালেন আতিফ আসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৪ ২০:১০ পিএম

atifaslam-10

চলতি বছরেই বাংলাদেশে এসেছিলেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। আবারও ভক্তদের সুখবর দিয়ে ঢাকা আসার কথা জানালেন। আগামী ২৯ নভেম্বর বাংলাদেশে আসার খবর ছড়িয়ে পড়েছে সংবাদ মাধ্যমে।

আর্মি স্টেডিয়ামে আয়োজিত ‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টে অংশ নেবেন তিনি। এর আগে গত এপ্রিল মাসে ঢাকার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠে পারফর্ম করেছিলেন আতিফ আসলাম।

বাংলাদেশ ও পাকিস্তানের শিল্পীদের নিয়ে “ম্যাজিকাল নাইট ২.০” কনসার্টটি আয়োজন করছে ‘ট্রিপল টাইম কমিউনিকেশন’।বাংলাদেশের মানুষের জন্য বুধবার এক ফেসবুক স্ট্যাটাসে আতিফ আসলাম জানালেন আসার কথা। তিনি উল্লেখ করেছেন, বাংলাদেশ, আমি আসছি।

ম্যাজিকাল নাইটে আতিফের সঙ্গে একই মঞ্চে গাইবেন বাংলাদেশের তাহসান রহমান খান। আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনের ফেসবুক পেজে একটি ভিডিও দিয়ে তাহসানের অংশ নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

এছাড়া জমকালো এই কনসার্টে আরও পারফর্ম করবে ব্যান্ড কাকতাল। এছাড়া পাকিস্তানের আবদুল হান্নানেরও অংশ নেয়ার কথা শোনা যাচ্ছে।

উল্লেখ্য, ২৯ নভেম্বর বিকেল ৫টার দিকে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হবে এই কনসার্ট। দর্শকের জন্য গেট খুলে দেয়া হবে বেলা ১টার দিকে। টিকিট বিক্রি শুরু হবে খুব শিগগির। টিকিটের মূল্য সর্বনিম্ন ২৫০০ টাকার কথা শোনা যাচ্ছে। টিকিট পাওয়া যাবে ট্রিপল টাইম কমিউনিকেশনের নিজস্ব ওয়েবসাইট টিকেট টুমরোতে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর