ajbarta24@gmail.com বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
২০ চৈত্র ১৪৩১

শায়না আবারও আলোচনায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৪ ২১:১০ পিএম

sayna-02

ছোটপর্দার অভিনেত্রী শায়না আমিন মডেল হয়েছিলেন ‘এক জীবনে এত প্রেম পাব কোথায়’ শিরোনামের একটি গানে। ২০১১ সালে গানটি জনপ্রিয়তার শীর্ষ অবস্থান দখল করে নেয়। সেই থেকে ভক্তদের খুব কাছে চলে আসেন তিনি। তবে কয়েকটি কাজ করেই যেন তিনি হারিয়ে যান। আর কোনো কাজে ফেরা হয়নি শায়নার।

তবে তথ্য প্রযুক্তির যুগে কাউকে হারানো সম্ভব নয় তেমনটাই প্রমাণ করলেন এই অভিনেত্রী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও নতুন করে আলোচনায় উঠে এসেছেন শায়না। ফেসবুকে দুটি ছবি পোস্ট করলে, ভক্তরা আবারও তাকে খুঁজে বের করেছে।


ছবির পোস্ট করার পর মন্তব্যের ঘরে কমেন্টের বন্যা বয়ে গেছে।

একজন লিখেছেন, ‘অনেক দিন পরে প্রিয় মুখ।অসম্ভব সুন্দর লাগছে।’

অন্য একজন লিখেছেন, ‘সেই ছোট বেলার ক্রাশ ছিলো, এখনও আছে।’

বর্তমানে স্বামী-সন্তান নিয়ে যুক্তরাজ্যে স্থায়ী হয়েছেন শায়না। তিনি দুই সন্তানের জননী। সেখানেই একটি কফিশপে তোলা নিজের দুইটি ছবি ফেসবুকে প্রকাশ করেছেন তিনি। যা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে ইন্টারনেট দুনিয়ায়। প্রায় ১০ বছর ধরে মিডিয়ার বাইরে থাকলেও শায়নার গ্লামারে যেন এতটুকুও ভাটা পড়েনি।

জানা গেছে, ২০১১ সালে আসাদুজ্জামান সেতু নামের একজনের সঙ্গে বিয়ে হয় শায়নার। বিয়ের ৩ বছরের মাথায় সেই সংসারের ইতি টানেন এই অভিনেত্রী। এরপর যুক্তরাজ্য প্রবাসী স্বামী মাসুদ রানাকে বিয়ে করে বর্তমানে সুখের সংসার এই তারকার। স্বামী-সন্তান নিয়ে যুক্তরাজ্যেই থাকছেন তিনি।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর