বলিউড ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান ১৪ মার্চ ৬০ বছরে পা দিয়েছেন। এই বয়সেও ফের বসন্তের ছোঁয়া তার জীবনে। প্রেম করছেন তার ২৫ বছরের পুরনো বান্ধবী গৌরী স্প্র্যাটের সঙ্গে।
যদিও একা থাকতে বড় ভয় পান। নিজেই মাস কয়েক আগে স্বীকার করেছিলেন, তার জীবনে সঙ্গীর প্রয়োজন। নিজের ৬০তম জন্মদিনেই নতুন প্রেমিকা গৌরীর সঙ্গে সবার পরিচয় করিয়ে দিলেন আমির। সম্পর্কের বয়স ১৮ মাস। একত্রবাস শুরু করে দিয়েছেন তারা। স্বাভাবিকভাবেই কানাঘুষা শুরু হয়েছে, তবে কি ফের বিয়ে করবেন আমির!
মাস কয়েক আগেই এক সাক্ষাৎকারে তৃতীয় বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এই বয়সে এসে তার তৃতীয় বিয়ে করা আদৌ শোভা পায় কি না!
এর আগে দুটো বিয়ে ছিল আমিরের। এই নায়কের প্রথম বিয়ে হয়েছিল রীনা দত্তের সঙ্গে; তাদের দুই সন্তানও রয়েছে। ২০০২ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। পরে ২০০৫ সালে পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন আমির। এই দম্পতির ছেলে আজাদ খান। কিন্তু তারাও ২০২১ সালে বিচ্ছেদের পথে হাঁটেন।
তবে বিচ্ছেদের পরেও প্রাক্তনদের কাছাকাছি রেখেছেন তিনি। আগের মতোই বন্ধুত্ব রেখেছেন দুই স্ত্রীর সঙ্গে। এমনকি তারা থাকেন একই আবাসনে।
মন্তব্য করুন: