ajbarta24@gmail.com বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
২৮ ফাল্গুন ১৪৩১

কুম্ভে স্নানরত ক্যাটরিনাকে হেনস্থা, ভিডিও ভাইরাল!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩ মার্চ ২০২৫ ১৪:০৩ পিএম

সংগৃহীত

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে আয়োজিত মহাকুম্ভে পুণ্যস্নানে ভিড় জমিয়েছেন কোটি কোটি মানুষ। ভক্তদের বিশ্বাস— মহাকুম্ভে পুণ্যস্নান করলেই 'পাপ ধুয়ে সাফ হবে', আর সেই বিশ্বাস থেকেই হাজির হন বিনোদন জগতের তারকারা। সম্প্রতি মহাকুম্ভে পুণ্যের আশায় শাশুড়িকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন ক্যাটরিনা কাইফ। ত্রিবেণি সঙ্গমে পুণ্যস্নান করেন অভিনেত্রী।

ত্রিবেণি সঙ্গমে ক্যাটরিনার স্নানের ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে মুহূর্তে ভাইরাল হয়। হলুদ রঙের সালোয়ার-কামিজ পরে স্নান করেছিলেন অভিনেত্রী। তার হাতে জড়ানো ছিল রুদ্রাক্ষের মালা।

কিন্তু মহাকুম্ভে গিয়ে নাকি বিপাকে পড়তে হয়েছিল অভিনেত্রীকে। ক্যাটরিনার স্নান দেখে যুবকদের উচ্ছ্বাস ও নানা সমালোচনা শুরু হয়। পুণ্য অর্জনের আশায় দিয়েছিলেন ডুবও। তার সেই স্নানের দৃশ্যই এখন ভাইরাল; যার নেপথ্যে দুই যুবক। আর ভিডিওটি সামনে আসতেও মেনে নিতে পারেননি নেটিজেনরা, সমালোচনা করছেন তারকারাও।

ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, এক ঊর্ধ্বাঙ্গ অনাবৃত যুবক ক্যামেরা চালু করে বলছেন— এটি আমি, পাশে আমার ভাই। আর ওই যে ক্যাটরিনা কাইফ স্নান করছে। এরপর ক্যামেরা ঘোরাতেই দেখা যায় মহাকুম্ভে ডুব দিচ্ছেন ক্যাটরিনা।

শুধু তাই নয়, স্বাভাবিকভাবেই ক্যাটরিনার শরীর ভেজা। সে অবস্থাতেই তাকে কার্যত ঘিরে ধরেছেন ফটোসাংবাদিকরা। শুধু ওই দুই যুবক নয়, দেখা গেছে আরও অনেকেরই মোবাইল তাক করা ক্যাটরিনার দিকে। রীতিমতো কুৎসিত উচ্ছ্বাসে লিপ্ত হন তারা এ সময়।

এমনই একটি ভিডিও দেখে অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের বক্তব্য— ভীষণ বিরক্তিকর। এসব মানুষ সুন্দর মুহূর্তগুলো শেষ করে দেয়।

উল্লেখ্য, মহাকুম্ভে তারকাদের স্নানের জন্য ব্যবস্থা করা হয়েছিল আলাদা ভিআইপি স্পট। নিরাপত্তারক্ষীও মজুত করা হয়েছিল। তা সত্ত্বেও ভাইরাল হয়েছে তাদের স্নানের ছবি। ঠিক যেমন এর শিকার ক্যাটরিনা কাইফও।

সোর্স: যুগান্তর 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর