জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদ গত বছর ২৪শে জুলাই জীবনের ইতি টেনে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। তাকে উৎসর্গ করে এবার আয়োজন করা হয়েছে কনসার্ট- 'ইকোস অব দ্য লিজেন্ড'।
১৩ই ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁওয়ে কনসার্টটি অনুষ্ঠিত হবে। এদিকে আবার ১৪ই ফেব্রুয়ারি শাফিনের জন্মদিন।
দেশের জনপ্রিয় পাঁচটি ব্যান্ড গানে গানে এই শিল্পীকে স্মরণ করবে। মূলত শাফিনের স্মরণে আয়োজন করা হচ্ছে এই বিশেষ ট্রিবিউন কনসার্ট।
কিংবদন্তি এই শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে মঞ্চ মাতাবে মাইলস, ফিডব্যাক, দলছুট, আর্টসেল, অ্যাভয়েড রাফা সহ রেপার অজি। গানের পাশাপাশি কনসার্টে শাফিন আহমেদের জীবনের বিভিন্ন স্মারক ও তার ক্যারিয়ারের ওপর ভিত্তি করে নির্মিত ডকুমেন্টারি ভিডিও কনসার্টে প্রদর্শিত হবে। ট্রিবিউট কনসার্টটি আয়োজন করেছে ভেলভেট ইভেন্টস।
মন্তব্য করুন: