প্রেক্ষাগৃহে চলছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত স্যাটায়ারধর্মী সিনেমা ‘৮৪০’। সিনেমা হলের পাশাপাশি এবার এই সিনেমাটি আজ শুক্রবার একযোগে দেশের তিনটি বেসরকারি টেলিভিশনে দেখানো হবে। টেলিভিশন চ্যানেলগুলো হচ্ছে চ্যানেল আই, দীপ্ত টিভি এবং আরটিভি। যেখানে সিনেমাটির বর্ধিত অংশও প্রদর্শিত হবে। এক সংবাদ সম্মেলনে এমনটাই জানানো হয়। ‘৮৪০’-এর প্রযোজক নুসরাত ইমরোজ তিশা বলে
প্রেক্ষাগৃহে চলছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত স্যাটায়ারধর্মী সিনেমা ‘৮৪০’। সিনেমা হলের পাশাপাশি এবার এই সিনেমাটি আজ শুক্রবার একযোগে দেশের তিনটি বেসরকারি টেলিভিশনে দেখানো হবে।
টেলিভিশন চ্যানেলগুলো হচ্ছে চ্যানেল আই, দীপ্ত টিভি এবং আরটিভি। যেখানে সিনেমাটির বর্ধিত অংশও প্রদর্শিত হবে।
এক সংবাদ সম্মেলনে এমনটাই জানানো হয়। ‘৮৪০’-এর প্রযোজক নুসরাত ইমরোজ তিশা বলেন, ‘এটা পলিটিকাল স্যাটায়ার। ব্যবসার চেয়েও সামাজিক দায়বদ্ধতার জন্য সবাই একত্রিত হয়েছি। সমাজের যে সিচুয়েশন আমরা পার করেছি সেটা যেন রিপিট না হয় এজন্য আমরা টিভিতে প্রচারের উদ্যোগ নিয়েছি, যেন আরও বেশি মানুষ দেখেন।
জানা গেছে, ‘৮৪০’ সিনেমাটি শুক্রবার রাত ৮টায় আরটিভিতে, রাত ৮টা ২০ মিনিটে চ্যানেল আইয়ে এবং রাত সাড়ে ১০টায় দীপ্ত টিভিতে দর্শক সিনেমাটি দেখতে পারবেন।
মন্তব্য করুন: