ajbarta24@gmail.com মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫
২৪ পৌষ ১৪৩১

আসছে জনপ্রিয় নির্মাতা আরিয়ানের প্রথম সিনেমা, নায়ক সিয়াম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৪ ১৯:১০ পিএম
আপডেট: ১৩ অক্টোবর ২০২৪ ৮:০২ পিএম

siam-01

অবশেষে জানা গেল, তাঁর প্রথম সিনেমার খবর। নির্মাতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না করলেও জানা গেছে, আগামী বছর পবিত্র ঈদুল আজহায় নিজের প্রথম সিনেমা নিয়ে আসছেন। নাম ঠিক না হওয়া এ ছবিতে নায়ক হিসেবে থাকবেন সিয়াম আহমেদ।

বাংলাদেশ ও বিদেশে হবে ছবিটির শুটিং। এখন ছবি নির্মাণের প্রাক্‌–প্রস্তুতি চলছে। গুঞ্জন আছে, এ ছবিতে সিয়ামের বিপরীতে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় এক অভিনেত্রীকে। তবে তিনি কে, সেটা জানা যায়নি।

চরকির জনপ্রিয় ওয়েব ফিল্ম ‘পুনর্মিলনে’ দেখা গেছে মিজানুর রহমান আরিয়ান ও সিয়াম আহমেদ নির্মাতা-অভিনেতা জুটিকে। এবার তাঁদের দেখা যাবে বড় পর্দায়। এর আগে নির্মাতা রায়হান রাফী জানিয়েছেন, ২০২৫ সালের পবিত্র ঈদুল ফিতরে শাকিব খানকে নিয়ে তাঁর সিনেমা মুক্তি পাবে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর