ajbarta24@gmail.com রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
১৪ পৌষ ১৪৩১

পরিচালক সমিতির নির্বাচন ঘিরে ছিলো জমজমাট আবহ

দিনভর উত্তেজনা এফডিসিতে, অবশেষে স্থগিত নির্বাচন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৪ ১২:১২ পিএম

ফাইল ছবি

নির্বাচনে একটি প্যানেলের সভাপতি ও মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাহীন সুমন ও শাহীন কবির টুটুল। অপর প্যানেলে রয়েছেন মুশফিকুর রহমান গুলজার ও সাফিউদ্দীন সাফি।

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ২০২৫-২৬ মেয়াদের নির্বাচন স্থগিত করা হয়েছে। শনিবার রাজধানীর এফডিসিতে এটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও গতকাল দিনভর উত্তেজনা শেষে তা স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়। শুক্রবার রাতে বর্তমান কমিটির উপ-মহাসচিব কবিরুল ইসলাম রানা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাময়িক সময়ের জন্য ভোট গ্রহণ পিছিয়ে যাচ্ছে। শিগগিরই নতুন তারিখ জানানো হবে।

এদিকে বেশ কয়েকদিন ধরেই পরিচালক সমিতির ২০২৫-২৬ মেয়াদের নির্বাচন ঘিরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) ছিল জমজমাট। কিন্তু নির্বাচনের আগের দিন হঠাৎ ছড়িয়ে পড়ে, আগামী ২৮ ডিসেম্বর এফডিসিতে কোনো নির্বাচন করা যাবে না। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে দুই প্যানেলের পক্ষ। সেখানে জানানো হয়, নির্বাচনে কোথাও থেকে কোনো বাধা আসেনি সুতরাং পূর্বনির্ধারিত তারিখেই হবে নির্বাচন।

জানা গেছে, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা পর এফডিসি কর্তৃপক্ষ থেকে নির্বাচনের প্রার্থীদের জানানো হয়, ২৮ ডিসেম্বর নির্বাচন করতে পারবের না তারা । এই খবর ছড়িয়ে পড়ার পর সকাল থেকেই এফডিসিতে জড়ো হতে থাকে পরিচালকরা। সকাল থেকেই এফডিসির ডিজির সঙ্গে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করেন তারা। একপর্যায়ে পরিচালকদের মাঝে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। পরে তথ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করে তারা জানতে পারেন নির্বাচনের বিষয়ে কোথাও থেকে কোনো নিষেধাজ্ঞা আসেনি।

পরবর্তীতে সন্ধ্যার পর ফের নির্বাচন ঘিরেই অনিশ্চয়তা দেখা দেয় এবং পরিশেষে নির্বাচন স্থগিত করা হয়। উল্লেখ্য, সবিচালয় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ মন্ত্রণালয়গুলোর মধ্যে তথ্য মন্ত্রণালয়ও রয়েছে।

এদিকে তথ্য মন্ত্রণালয় থেকে নির্বাচনে কোনো বিধিনিষেধ আছে কিনা জানতে চাইলে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারাহ শাম্মী বলেন, এ নিয়ে তথ্য উপদেষ্টার পক্ষ থেকে বার্তা আসবে। তারপর বলা যাবে হবে কি হবে না বা কখন হবে।

এফডিসিতে নির্বাচনের অনুমতি না মিললে কেপিআই ভুক্ত এলাকায় বাধা থাকবে কিনা তা নিয়ে তথ্য দিতে অনাগ্রহ জানান তিনি। একটি পক্ষ বলছেন, সংস্কারের আগে এফডিসিতে নির্বাচন নয়। তবে পরিচালকরা বলছেন, এফডিসিতে নির্বাচন করতে বাঁধা এলে কেপিআই ভুক্ত এড়িয়ে নির্বাচন করবেন। কোনোভাবেই তারা নির্বাচন বন্ধ করবেন না।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর