'চলচ্চিত্র ছেড়ে দেয়ার' এ সিদ্ধান্তের কথা কেউ জানত না। সিদ্ধান্ত থেকে ফিরে এখন ব্যস্ত আছেন নিজের প্রযোজনায় নির্মিত 'লাপাতা লেডিজ'-এর প্রচারণা নিয়ে। অস্কারে 'সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম' বিভাগে লড়ার জন্য ভারতের অফিসিয়াল মনোনয়ন পেয়েছে এই ছবি।
ভারতের সবচেয়ে জনপ্রিয় কয়েকটি চলচ্চিত্রের জন্য পরিচিত বলিউড সুপারস্টার আমির খান। এসব ছবির মধ্যে আছে 'লগন' ও 'থ্রি ইডিয়টস'। তার খ্যাতি এতটাই যে রাস্তায় হাঁটতে বেরোলেও তাকে ঘিরে ভক্তদের ভিড় জমে যায়। তবে অনেকেই হয়তো জানেন না, করোনা মহামারির সময় আমির গোপনে সিনেমা ছেড়ে দিয়েছিলেন, পরিবারকে আরও বেশি সময় দেওয়া জন্য।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির বলেন, 'আমার পরিবারকে বলেছিলাম, আমি অভিনয় এবং সিনেমা ছেড়ে দিচ্ছি। আমি আর প্রযোজনা, পরিচালনা বা অভিনয় করতে চাইছিলাম না। স্রেফ পরিবারের সঙ্গে সময় কাটাতে চাচ্ছিলাম।'
আমির খানের মতো একজন বড় তারকার এভাবে চলচ্চিত্র ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত ভারতের মতো সিনেমাপ্রেমী দেশে নিশ্চিতভাবেই ঝড় তোলার কথা ছিল। কিন্তু আমির জানালেন, সে সময় মহামারির কারণে খুব কম চলচ্চিত্র তৈরি হচ্ছিল বলে তার সিদ্ধান্ত কারও নজরে আসেনি।
তবে আমির বেশিদিন অভিনয়ের বাইরে থাকেননি। তিনি ফিরে এসেছেন। আমির জানান, তার সন্তানরাই তাকে আবার কাজে ফিরতে রাজি করিয়েছে। 'তারা বলল, "আমরা তো ২৪ ঘণ্টা তোমার সাথে থাকতে পারব না। কাজেই বাস্তবতা বোঝো, নিজের জন্য কিছু করো।" ওরাই আমাকে ধীরে ধীরে আবার চলচ্চিত্রে ফিরতে উৎসাহ জুগিয়েছিল।'
৫৯ বছর বয়সি আমির খান অভিনেতা, পরিচালক ও প্রযোজক হিসেবে তিন দশক ধরে কাজ করছেন। সামাজিক ইস্যু নিয়ে কাজ করার জন্য পরিচিত আমির। তার অনেক চলচ্চিত্র সমালোচকদের প্রশংসা কুড়ানোর পাশাপাশি বক্স অফিস রেকর্ড ভেঙেছে।
অস্কারে যাচ্ছে আমিরের প্রযোজনার ছবি লাপাতা লেডিজ
অস্কারের মঞ্চেও তিনি নতুন নন। ১৯ শতকের ব্রিটিশ শাসনের সময় ক্রিকেটকে কেন্দ্র করে নির্মিত 'লগন' ২০০২ সালের সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে মনোনয়ন পেয়েছিল। এবার তিনি 'লাপাতা লেডিজ' নিয়ে ইতিহাস গড়ার চেষ্টা করছেন। মঙ্গলবারই জানা যাবে, ছবিটি সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছে কি না।
তবে আমির বলেন, পুরস্কারকে তিনি কতটা গুরুত্ব দেন, সে ব্যাপারে তিনি 'খুব একটা নিশ্চিত' নন। 'সিনেমা জিনিসটা খুবই সাবজেক্টিভ।' তবে তিনি স্বীকার করেন, যেকোনো পুরস্কার জয়ের গুরুত্ব ভারতীয়দের কাছে ব্যাপক।
আমির বলেন, 'ভারতীয়রা সিনেমা বলতে পাগল। আমরা বহুদিন ধরে অপেক্ষা করছি কোনো ভারতীয় চলচ্চিত্র অস্কার জিতবে, যা এখনও হয়নি। কাজেই [আমরা যদি পুরস্কার জিতি] সারা দেশ উত্তাল হয়ে উঠবে। সবাই স্রেফ পাগল হয়ে যাবে [খুশিতে]।'
'লাপাতা লেডিজ'-এর গল্প আবর্তিত হয়েছে গ্রামীণ ভারতের একজন যুবককে কেন্দ্র করে, যে ভুল স্ত্রীকে বাড়ি নিয়ে আসে। এদিকে তার আসল স্ত্রী হারিয়ে যায়, তাকে একাই টিকে থাকার সংগ্রামে লিপ্ত হতে হয়। নারীদের প্রতি সমাজের আচরণকে ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরা হয়েছে এ ছবিতে। তুলে ধরা হয়েছে গৃহস্থ সহিংসতার মতো বিষয়ও।
আমির জানান, এসব কারণেই তিনি ছবিটি নির্মাণে আকৃষ্ট হন। 'একজন সৃজনশীল মানুষ হিসেবে মাঝে মাঝেই সমাজের নির্দিষ্ট কিছু সমস্যার বিষয়ে মানুষকে সচেতন করার সুযোগ আসে।' আমির আরও জানান, তার প্রাক্তন স্ত্রী কিরণ রাওকে এই চলচ্চিত্র পরিচালনার দায়িত্ব দিতেও তিনি খুব আগ্রহী ছিলেন।
২০০৫ সালে তাদা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২১ সালে বিচ্ছেদের ঘোষণা দেন। তবে পেশাগত ও ব্যক্তিজীবনে তাদের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে।আমির বলেন, পরিচালক হিসেবে কিরণকে বেছে নেওয়ার কারণ হলো আমি জানতাম, ও এই বিষয়ে খুবই সৎ থাকবে।
তবে এর মানে এই নয় যে সব কাজ সহজে হয়ে গেছে। আমির স্বীকার করেন, ছবিটির শুটিংয়ের সময় তাদের দুজনের মধ্যে অনেক তর্ক-বিতর্ক হয়েছে।
'তর্ক-বিতর্ক ছাড়া আমরা কোনো ছবি বানাতে পারি না। তাই আমরা প্রতিটি বিষয় নিয়ে তর্ক করি। …তবে আমাদের অনুভূতির মধ্যে অনেক মিল আছে,' বলেন তিনি।
'সন্ধ্যা ৬টার পরে কাজ করি না'
আমির এখন 'লাপাত্তা লেডিজ'সহ বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করছেন। তার পরবর্তী ছবি 'সিতারে জমিন পার' মুক্তি পাবে ২০২৫ সালে। ভবিষ্যতে তিনি বছরে একটি করে সিনেমা নির্মাণের ইচ্ছা রাখেন। আর তার 'ড্রিম প্রজেক্ট' হলো 'মহাভারত' নিয়ে কাজ করা।
তবে অভিনয়ে ফেরার পর আমির কাজের ধারা বদলে ফেলেছেন। এই পরিবর্তনের পেছনেও আছে তার সন্তানদের ভূমিকা।
তিনি বলেন, 'আমার ছেলে বলল, "তুমি খুব কট্টর লোক।" ও বলল, "তুমি একদম পেন্ডুলামের মতো। আজীবন তুমি শুধু সিনেমা, সিনেমা, সিনেমাই করেছ। এরপর এখন পুরো উল্টো দিকে চলে গিয়ে বলছ, আর কোনো সিনেমাই করব না, শুধু পরিবার, পরিবার আর পরিবার নিয়ে থাকব। এ দুটোর মাঝামাঝি একটা জায়গা নিয়ে ভাবতে পারো।'' আমির বলেন, ছেলে তাকে জীবনে 'ভারসাম্য আনার চেষ্টা করতে' পরামর্শ দিয়েছিল।
'ওর পরামর্শটা আমার মনে ধরল। তাই এরপর থেকে আমি সেই চেষ্টাই করছি। একটা ভারসাম্যপূর্ণ জীবনযাপনের চেষ্টা করছি। এখন আমি আগের চেয়ে অনেক বেশি কাজ করছি। কিন্তু এখন আর সন্ধ্যা ৬টার পরে কাজ করি না,' বলেন তিনি। আমির আরও জানান, গত কয়েক বছর ধরে তিনি থেরাপি নিতে শুরু করেছেন। কাজটা করছেন মেয়ে ইরার পরামর্শে। ইরা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেন।
এই অভিনেতা বলেন, 'আমার মনে হয় এটা আমাকে সত্যিই সাহায্য করেছে। …আমি আসলে কাজ এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্যটা খুঁজে পাচ্ছি।'
মন্তব্য করুন: