ajbarta24@gmail.com সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
৮ পৌষ ১৪৩১

শনিবার সোহরাওয়ার্দীর মুক্তমঞ্চে মৃন্ময় মিজান এর আবৃত্তি অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৪ ১১:১২ এএম

ছবি, পোস্টার

জুলাই বিপ্লবের চার মাসপূর্তি উপলক্ষ্যে ''মৃত্যুকে আমি না বলে দিয়েছি'' শিরোনামের এই আয়োজন সবার জন্য উন্মুক্ত।

আগামীকাল ৭ ডিসেম্বর, শনিবার সন্ধ্যা ৫:৩০টায় সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হবে বাচিক শিল্পী মৃন্ময় মিজানের একক আবৃত্তি অনুষ্ঠান। জুলাই বিপ্লবের চার মাস পূর্তি উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করেছে আবৃত্তি বিশ্বজ্ঞানালয়। অনুষ্ঠানটি দর্শকদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
কবি দিপ্র হাসানের লেখা ''মৃত্যুকে আমি না বলে দিয়েছি'' কাব্যগ্রন্থের আলোকেই এই আয়োজনের শিরোনাম করা হয়েছে।
এ বিষয়ে আলাপকালে আবৃত্তিকার মৃন্ময় মিজান আজবার্তাকে জানান, জুলাই বিপ্লবের ইতিহাস জনমানসে জারি রাখা, বিতাড়িত স্বৈরাচারের নানা অপকীর্তি উন্মোচন আর অবৈধ আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ-ই আয়োজকদের লক্ষ্য ।
তিনি বলেন, আমাদের দেশে রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাইরে আবৃত্তিচর্চা খুবই কম। সেক্ষেত্রে এই আয়োজনটি ব্যতিক্রম। তরুণ কবি দিপ্র হাসানের বাছাইকৃত কয়েকটি কবিতা, কবি নবারুণ ভট্টাচার্যের 'এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয়'সহ অপশাসনবিরোধী কবিতামালা দিয়ে সাজানো হবে পুরো পরিবেশনা।
আবৃত্তি প্রশিক্ষণ ও চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সবাইকে উপস্থিত থেকে আয়োজনটি উপভোগ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। উল্লেখ্য আবৃত্তিকার সাংস্কৃতিক সংগঠক মৃন্ময় মিজান জাতীয় সংগঠন 'বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য' -এর অন্যতম উদ্যোক্তা ও আহ্বায়ক।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর