ajbarta24@gmail.com শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১

রূপালি পর্দায় মুখোমুখি হতে যাচ্ছেন দুই দেশের ক্ষমতাধর নেতা মুহাম্মদ আলী জিন্নাহ ও মহাত্মা গান্ধী।

পর্দায় মুখোমুখি পাকিস্তানের জিন্নাহ ও ভারতের গান্ধী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৪ ২১:১০ পিএম

জিন্নাহ ও গান্ধী

জিন্নাহ ও গান্ধী

ভারত এবং পাকিস্তান রাষ্ট্রের জন্মের প্রেক্ষাপটকে কেন্দ্র করে নির্মিত ওয়েব সিরিজ ফ্রিডম অ্যাট মিডনাইটে দেখা মিলবে তাদের। ইতিহাস ভিত্তিক এই সিরিজে ফুটে উঠেছে চির শত্রু দুই দেশের বিভাজন ও স্বাধীনতার সময়কার রাজনৈতিক পরিস্থিতির নানা অজানা অধ্যায়।

ভারতবর্ষের ইতিহাসে ১৯৪৭ একটি তাৎপর্যপূর্ণ বছর। দীর্ঘ ইংরেজ শাসনের পর সে বছর জন্ম হয় দুটি নতুন দেশের। ভারত পাকিস্তানের স্বাধীনতা লাভের পেছনে সাধারণ মানুষের বহু বছরের শোষণ আর নিপিড়ন জড়িয়ে আছে। তবে এর সঙ্গে আরও জড়িয়ে আছে কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, যার অনেকটাই এখনো ইতিহাসে চাপা পড়ে আছে।ভারত-পাকিস্তানের বিভাজন ও স্বাধীনতার লাভের পূর্বের সে সময়কার রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ওয়েব সিরিজ ফ্রিডম অ্যাট মিডনাইট। রাজনীতিভিত্তিক এ ওয়েব সিরিজের নির্মাতা নিখিল আদভানি।

সম্প্রতি মুক্তি পেয়েছে নির্মাতা নিখিল আদভানির নির্মিত এ সিরিজের টিজার। যে সিরিজের প্রধান দুই চরিত্র মুহাম্মদ আলী জিন্নাহ ও মহাত্মা গান্ধী। ঐতিহাসিক এই সিরিজ নির্মিত হয়েছে ডমিনিক ল্যাপিয়ের ও ল্যারি কলিন্সের একই শিরোনামের একটি বই অবলম্বনে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর