ajbarta24@gmail.com বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
২৮ ফাল্গুন ১৪৩১

উত্তরায় দম্পতির ওপর ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে হামলা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১২:০২ পিএম

সংগৃহীত

রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে এক দম্পতির ওপর ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে হামলার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাতে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখানে দেখা যায়, একজন নারী ও একজন পুরুষের ওপর দুজন ধারালো অস্ত্র দিয়ে হামলা করছেন। নারী ও পুরুষ বাঁচার জন্য চিৎকার করছেন।

এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তারা হলেন-মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২৭)।

ঘটনার বিষয়ে উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) এবি সিদ্দিক গণমাধ্যমকে বলেন, একটি মোটরসাইকেল একটি রিকশাকে ধাক্কা দেয়। এই ঘটনায় প্রথমে রিকশাচালক প্রতিবাদ করেন। এ সময় পাশের আরেকটি বাইকে ছিলেন এই দম্পতি। তারাও এর প্রতিবাদ করেন। তখন ধাক্কা দেওয়া মোটরসাইকেলের দুই আরোহী আরও কয়েকজনকে ডেকে আনেন। পরে দম্পতির ওপর তারা ধারালো অস্ত্র দিয়ে হামলা করেন।

এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

সোর্স: মানবজমিন 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর