ajbarta24@gmail.com বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
২৯ ফাল্গুন ১৪৩১

রাজধানীর ফার্মগেটে বোমা সদৃশ তিনটি বস্তুর সন্ধান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০২ পিএম

সংগৃহীত

রাজধানীর ফার্মগেটে বোমা সদৃশ তিনটি বস্তুর সন্ধান পাওয়া গেছে। আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। সেখানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট পৌঁছেছে।

আজ শনিবার শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আজম এ তথ্য জানান। তিনি বলেন, তিনটি বোমা সদৃশ বস্তুর সন্ধান পাওয়া গেছে। পুলিশ জায়গাটি ঘিরে রেখেছে।

জানা গেছে, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে আরিফ নামে এক ব্যক্তি পুলিশকে কল দিয়ে বোমা সদৃশ বস্তুর সংবাদ দেন। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে চলে আসে।

ওসি গোলাম আজম জানান, ঘটনাস্থলে ঢাকা মহানগর পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট পৌঁছেছে। ফার্মগেটের যে অংশটি শেরেবাংলা নগর থানার অধীনে রয়েছে সেই জায়গায় বোমা পাওয়ার খবর পাওয়া গেছে।

গোলাম আজম বলেন, ‘বোমা সদৃশ বস্তু আছে এমন সংবাদে পাওয়ার পর আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে যান।’

সোর্স: ntv

 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর