[email protected] সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
১৭ অগ্রহায়ণ ১৪৩২

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপও

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৫ ১৬:১২ পিএম

ছবি : সংগৃহীত

রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার মামলায় সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন বিশেষ জজ আদালত। সোমবার ঢাকার বিচারক মো. রবিউল আলম এই রায় ঘোষণা করেন।

একই মামলায় তাঁর বোন শেখ রেহানাকে ৭ বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা এবং রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে ২ বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা দেওয়া হয়েছে। এছাড়া সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরিফ আহমেদসহ মোট ১৪ জন আসামিকে ৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

রায়ে আদালত বলেন, শেখ হাসিনাকে প্রভাবিত করে শেখ রেহানা অবৈধভাবে প্লট নিয়েছেন এবং শেখ হাসিনা আবাসন নীতিমালার সব নীতি ভঙ্গ করেছেন—যা ক্রিমিনাল মিসকনডাক্ট। বিচারক দুর্নীতির বিরুদ্ধে সামাজিক অবস্থানের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

দুদকের উপপরিচালক সালাহউদ্দিনের করা মামলায় অভিযোগ ছিল, ১০ কাঠা প্লট বরাদ্দে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার করা হয়েছে। তদন্ত শেষে মোট ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।

এই মামলার আসামিদের মধ্যে কেবল খুরশীদ আলম কারাগারে রয়েছেন; বাকি সবাই এখনো পলাতক।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর