পারিবারিক ব্যবসায় অংশীদার করার প্রতিশ্রুতি দিয়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ এবং পরবর্তীতে হুমকি–ধামকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত–৩।
বিচারক আফরোজা তানিয়া ১০ নভেম্বর এ পরোয়ানা জারি করেন। মামলার বাদী আমিরুল ইসলাম রোববার বিষয়টি নিশ্চিত করেন।
মামলায় জানা যায়, দীর্ঘ পরিচয়ের সুবাদে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নতুন পারিবারিক ব্যবসায় অংশীদার করার আশ্বাস দেন মেহজাবীন। এ সময় নগদ ও বিকাশের মাধ্যমে মোট ২৭ লাখ টাকা নেন বলে অভিযোগ। তবে দীর্ঘ সময়েও কোনো ব্যবসা শুরু না হওয়ায় আমিরুল টাকা ফেরত চাইলে বিভিন্ন অজুহাতে তা এড়িয়ে যান।
১১ ফেব্রুয়ারি টাকা চাইলে ১৬ মার্চ হাতিরঝিল এলাকার এক রেস্টুরেন্টে আসতে বলা হয়। সেখানে গেলে মেহজাবীন, তার ভাইসহ অজ্ঞাত কয়েকজন তাকে গালিগালাজ করেন এবং হুমকি দেন যে, তাদের বাসার সামনে দেখা গেলে “জানে মেরে ফেলবে।” পরিস্থিতিতে ভয় পেয়ে তিনি ভাটারা থানায় গেলে আদালতে মামলা করতে পরামর্শ দেওয়া হয়। পরে ২৪ মার্চ আমিরুল নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন।
১০ নভেম্বর আসামিদের হাজির হওয়ার দিন ধার্য ছিল, কিন্তু তারা হাজির না হওয়ায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ১৮ ডিসেম্বর দিন নির্ধারণ করা হয়েছে।
মন্তব্য করুন: