[email protected] বৃহঃস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
৭ কার্তিক ১৪৩২

আল্লাহ কি কাউকে ভুলে যেতে পারেন? কেন কুরআনে আল্লাহর ভুলে যাওয়ার কথা বলা হয়েছে?

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫ ১৯:১০ পিএম

ছবি : সংগৃহীত

অনেকের মনেই প্রশ্ন জাগে—আল্লাহ কি সত্যিই কাউকে ভুলে যেতে পারেন? কোরআনের কিছু আয়াতে যখন আল্লাহ বলেন, “তোমরা আমাকে ভুলে গিয়েছিলে, তাই আজ আমি তোমাদের ভুলে গেলাম”, তখন বিষয়টি আরও গভীর হয়ে ওঠে।

কিন্তু সত্যটা কী?

আসলে, আল্লাহ কখনোই কিছু ভুলে যান না। কোরআনে স্পষ্ট বলা আছে, “তোমার প্রভু কখনো ভুলেন না।” আল্লাহর জ্ঞান পরিপূর্ণ অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবই তাঁর কাছে স্পষ্ট। তিনি ভুল করেন না, ভুলে যান না।

তাহলে 'ভুলে যাওয়া' বলার অর্থ কী?

এটা এক ধরনের উপমা বা আভিধানিক ব্যবহার। কোরআনে যেসব জায়গায় বলা হয়েছে আল্লাহ কাউকে ভুলে গেছেন, সেসব আয়াতে বোঝানো হয়েছে—আল্লাহ তাদের প্রতি আর করুণা দেখাবেন না, তাদের উপেক্ষা করবেন। ঠিক যেমন তারা দুনিয়াতে আল্লাহর আদেশ উপেক্ষা করেছিল।

আল্লাহকে যারা দুনিয়ায় ভুলে যায়, তাদের অন্তর অন্ধ হয়ে যায়। তারা নিজেদের আত্মপরিচয় হারায়। যেমন বলা হয়েছে—“আল্লাহকে ভুলে যাওয়ার ফলে তারা নিজেদেরও ভুলে গেছে।”

তবে আশার কথা এই—যতক্ষণ না মৃত্যু আসে, ততক্ষণ ফিরে আসার সুযোগ আছে। আল্লাহ বলেন, “তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ রাখবো।”

সুতরাং, আল্লাহ কখনো কাউকে ভুলে যান না—কিন্তু আমরা যদি তাঁকে ভুলে যাই, তবে সেই ছেড়ে দেওয়া হবে আমাদের সবচেয়ে বড় ক্ষতি।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর