[email protected] বৃহঃস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
২০ ভাদ্র ১৪৩২

৭২ বছর পর গন্তব্যে পৌঁছাল হারিয়ে যাওয়া পোস্টকার্ড

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৯ পিএম

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে সম্প্রতি একটি অদ্ভুত ডাকঘরের ঘটনা আলোচনার জন্ম দিয়েছে, যেখানে ৭২ বছর আগে পাঠানো একটি পোস্টকার্ড অবশেষে তার ঠিকানায় পৌঁছেছে। ১৯৫৩ সালে অ্যালান বল নিউইয়র্ক থেকে তাঁর বাবা-মা এলিজাবেথ ও ফ্রেডরিক বলের কাছে একটি পোস্টকার্ড পাঠিয়েছিলেন।

পোস্টকার্ডটিতে জাতিসংঘ সদর দপ্তরের ছবি ছিল। অ্যালান তখন পুয়ের্তো রিকো যাচ্ছিলেন এবং নিউইয়র্কে একটি যাত্রাবিরতি করেছিলেন। তিনি স্মৃতিস্বরূপ এই পোস্টকার্ড পাঠিয়েছিলেন, কিন্তু তা তখন কখনো গন্তব্যে পৌঁছায়নি।

দশক-পরবর্তী সময়ে, অটোয়া ডাক অফিসের পোস্টমাস্টার মার্ক থম্পসন এই দীর্ঘ সময় ধরে হারানো পোস্টকার্ডটি খুঁজে পান। ধারণা করা হচ্ছে, পোস্টকার্ডটি জাতিসংঘ ভবনের ভেতরের কোনো ডাকঘরে আটকে ছিল। পোস্টকার্ডটি খুঁজে পাওয়ার পর থম্পসন স্থানীয় বংশতত্ত্ব গবেষকদের সঙ্গে যোগাযোগ করে অ্যালান বলকে খুঁজে বের করেন। বর্তমানে অ্যালান আইডাহো অঙ্গরাজ্যের স্যান্ডপয়েন্ট শহরে বসবাস করছেন।

অ্যালান বলের এই পোস্টকার্ডের দীর্ঘ যাত্রা যুক্তরাষ্ট্রের ডাক বিভাগের ইতিহাসে একটি বিরল ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্বজুওড়েও এমন ঘটনা ঘটেছে, যেমন গত বছর ওয়েলসের সোয়ানসি শহরে ১২১ বছর পুরোনো একটি পোস্টকার্ড পাওয়া গিয়েছিল। এই ধরনের ঘটনা মানবিক যোগাযোগের টিকে থাকার এক মায়াময় সাক্ষ্য বহন করে।

৭২ বছর পর পোস্টকার্ডটি পৌঁছানোর ঘটনা শুধু ডাক বিভাগের পরিশ্রমের পরিচয় দেয় না, বরং লিখিত বার্তার আবেগপূর্ণ গুরুত্বকেও স্মরণ করিয়ে দেয়। এমন বিশেষ ঘটনা প্রমাণ করে যে, সময় পার হলেও মানুষ এখনও একে অপরের সঙ্গে সংযোগ রক্ষা করতে চায় এবং একটি সাধারণ পোস্টকার্ডও অতীত ও বর্তমানের মধ্যে সেতুবন্ধনের মতো কাজ করতে পারে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর