[email protected] বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
১৯ ভাদ্র ১৪৩২

পুরুষ পাখির ডিম পাড়ার বিস্ময়কর ঘটনা: জেনেটিক লিঙ্গ বিভ্রাটে নতুন চমক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০৯ পিএম

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে একটি অসাধারণ ঘটনা সামনে এসেছে, যেখানে পুরুষ পাখি ডিম পাড়ার মতো আচরণ প্রদর্শন করেছে।

কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. ডমিনিক পটভিন ও তাঁর দল দক্ষিণ-পূর্ব কুইন্সল্যান্ডের পাঁচ প্রজাতির প্রায় ৫০০ পাখির শারীরিক এবং জিনগত পরীক্ষা চালিয়েছিলেন। তাদের গবেষণায় দেখা গেছে, প্রায় ৬% পাখির মধ্যে জেনেটিক লিঙ্গ এবং বাহ্যিক লিঙ্গের মধ্যে অসঙ্গতি রয়েছে। অর্থাৎ, অনেক পাখি জেনেটিকভাবে পুরুষ হলেও তাদের দেহে স্ত্রী প্রজনন অঙ্গ বা ডিম্বাশয় ছিল, আবার কেউ জেনেটিক নারীর শরীরে পুরুষ বৈশিষ্ট্য বহন করছিল।

সবচেয়ে চমকপ্রদ ছিল একটি পুরুষ কুকাবু ডিম পাড়ার ঘটনা। এই পাখিটির ওভিডাক্ট ফুলে ছিল এবং ডিম্বাশয়ের ফোলিকল ছিল, যা সম্প্রতি ডিম পাড়ার প্রমাণ বহন করে। গবেষকরা জানিয়েছেন, “এই জিনগত লিঙ্গ ও বাহ্যিক লিঙ্গের অসঙ্গতি গবেষণার ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি করবে।” তারা মনে করছেন, পরিবেশে থাকা হরমোন-ঘটিত দূষণ, কীটনাশক বা প্লাস্টিকের রাসায়নিক এই ঘটনা ঘটাতে পারে। উল্লেখযোগ্য যে, ওই কুকাবুটি একটি আধা-নগরায়িত এলাকায় পাওয়া গিয়েছিল যেখানে রাসায়নিক দূষণের মাত্রা বেশি।

এই গবেষণা শুধু প্রাণিবিজ্ঞানের জন্য নয়, বিলুপ্তপ্রায় প্রজাতি সংরক্ষণেও গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করবে। কারণ, লিঙ্গ নির্ধারণে জেনেটিক ও বাহ্যিক বৈশিষ্ট্যের অসঙ্গতি থাকায় পূর্বের গবেষণায় ভুল হবার সম্ভাবনা রয়েছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর