[email protected] মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫
২১ শ্রাবণ ১৪৩২

মোটেলে অতিথির দরজায় ঘুরছে ৬ ফুট লম্বা কুমির!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯ জুন ২০২৫ ১৭:০৬ পিএম

ফাইল ছবি

রাতের বেলা মোটেলে নিজের ঘরে ঘুমিয়ে আছেন—দরজার বাইরে কারও চলাফেরার শব্দে ঘুম ভেঙে গেল। ভাবছেন, কোনো পরিচ্ছন্নতাকর্মী এসেছেন, এত রাতে! এসব যখন মাথায় ঘুরছে, ততক্ষণে হইচইয়ের শব্দ বাড়ছে। কয়েক মিনিটের মধ্যে পুরো মোটেল জেগে ওঠে। কারণ, এক অতিথির কক্ষের বাইরে ঘোরাফেরা করছে ছয় ফুট লম্বা এক কুমির।

ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আলেকজান্দ্রিয়ার ফেয়ারফ্যাক্স কাউন্টির বাজেট হোস্ট ট্রাভেলার্স মোটেলে। আতঙ্কিত একাধিক ব্যক্তি পুলিশে ফোন দিয়ে জানান, একটি কুমির মোটেলের ভেতরে ঘোরাফেরা করছে। খবর পেয়ে পুলিশ ছুটে এসে দেখে, ঘটনা সত্যিই—একটি জীবন্ত কুমির এক অতিথির কক্ষের দরজার সামনে চুপচাপ শুয়ে আছে।

নর্থ ক্যারোলাইনার এক চিড়িয়াখানায় নেওয়া হচ্ছিল, পথে মালিকের চোখ ফাঁকি দিয়ে সেটি বেরিয়ে যায়। ভার্জিনিয়া অঙ্গরাজ্যে কুমিরসহ এমন বিপজ্জনক প্রাণী ও বিদেশি প্রাণী পোষা আইনত নিষিদ্ধ।

ফেয়ারফ্যাক্স পুলিশ বিভাগ বলেছে, তাদের কর্মকর্তারা নিরাপদে কুমিরটিকে ধরে ফেলেছেন এবং মালিকসহ কাউন্টির সীমান্তের বাইরে পৌঁছে দেওয়া হয়েছে। প্রাণী সুরক্ষা পুলিশ তাদের সঙ্গে পুরো অভিযানে অংশ নেয়।

ফেয়ারফ্যাক্স পুলিশ বিভাগ তাদের ক্যামেরায় ধারণ করা কুমির ধরার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে। ভিডিওটি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগের নানা মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে ফেয়ারফ্যাক্স পুলিশ বিভাগের এক কর্মকর্তাকে বিস্ময়ের সঙ্গে বলতে শোনা যায়, ‘হায় হায়! এ তো আসলেই একটা কুমির! মোটেলের বাইরে সত্যি একটা কুমির আছে!’

ঘটনাটি দ্রুতই মোটেলের অতিথি ও আশপাশের স্থানীয় মানুষের মনোযোগ কাড়ে, কৌতূহলী মানুষের ভিড় বৃদ্ধি পায়। ভিডিওর একপর্যায়ে এক পুলিশ কর্মকর্তাকে পাশে থাকা একজনকে সতর্ক করে বলতে শোনা যায়, নিরাপদ রাখতে চাইলে নিজের কুকুরটিকে ভেতরে নিয়ে যান।

তবে ওই ব্যক্তি সতর্কতার চেয়ে কৌতূহলে যেন বেশি মজে ছিলেন। তিনি জবাব দেন, ‘জানি, কিন্তু আমি ওটাকে দেখতে চাই।’

মোটেলের অতিথিরা এ ঘটনার রোমাঞ্চকর অভিজ্ঞতা বহুদিন মনে রাখবেন।

সোর্স: প্রথম আলো

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর