প্রকাশিত:
১৮ অক্টোবর ২০২৪ ২০:১০ পিএম
অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চলের সমুদ্র সৈকতে ভেসে আসছে ‘রহস্যজনক কালো বল’। নিরাপত্তার স্বার্থে বন্ধ ঘোষণা করা হয়েছে সিডনি এবং বন্ডিসহ একাধিক সৈকত।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) অস্ট্রেলিয়ায় স্থানীয় সময় সিডনি ও বন্ডি বিচে ভেসে আসে রহস্যজনক কালো বলগুলো। এতে বন্ধ ঘোষণা করা হয় সৈকতে দর্শনার্থীদের প্রবেশ। এ দু'টির পাশাপাশি বন্ধ ঘোষণা করা হয়েছে, ব্রোন্টে, তামারামা ও র্যান্ডউইক এলাকার চারটি সৈকতও। এর আগে গত বুধবার বন্ধ হয় পূর্বাঞ্চলের কুগি ও গর্ডন বে বিচে পর্যটকদের প্রবেশ।
দেশটির সরকারি কর্মকর্তারা বলছেন, এগুলো আসলে পেট্রোলিয়ামের ব্লাব হিসেবে পরিচতি টার বল। যেগুলো সমুদ্র থেকে বিভিন্ন ধ্বংসাবশেষ সংগ্রহের কাজে লাগে।
পৃথিবী একটি দূষিত বায়ুমণ্ডলে পরিণত হয়েছে। বিভিন্ন নৌযানের মাধ্যমে দূষিত পদার্থ, প্লাস্টিক সৈকতে ফিরে আসে। দুর্ভাগ্যজনকভাবে বিশ্বের বিভিন্ন জায়গায় এটি ঘটে।
এই পরিস্থিতি দ্রুত কাটিয়ে উঠতে কঠোর পরিশ্রম করার কথা জানিয়েছেন কর্মকর্তারা।
মন্তব্য করুন: