রাজধানীর গুলশান ক্লাব লিমিটেডের সভাপতি নির্বাচিত হয়েছেন ডিবিএল গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ সিইও এম এ কাদের অনু। ২০২৪-২০২৫ মেয়াদে এ দায়িত্ব পালন করবেন তিনি। সম্প্রতি গুলশান ক্লাবের ২০২৪-২৫ সালের বার্ষিক সাধারণ সভা এবং পরিচালনা পর্ষদের সভাপতি ও পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৫২৩ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন এম এ কাদের অনু। তার নিকটতম প্রতিদ্বন্দী আনোয়ার রশিদ
রাজধানীর গুলশান ক্লাব লিমিটেডের সভাপতি নির্বাচিত হয়েছেন ডিবিএল গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ সিইও এম এ কাদের অনু। ২০২৪-২০২৫ মেয়াদে এ দায়িত্ব পালন করবেন তিনি।
সম্প্রতি গুলশান ক্লাবের ২০২৪-২৫ সালের বার্ষিক সাধারণ সভা এবং পরিচালনা পর্ষদের সভাপতি ও পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৫২৩ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন এম এ কাদের অনু। তার নিকটতম প্রতিদ্বন্দী আনোয়ার রশিদ পান ৩৮১ ভোট।
পরিচালক পদে নির্বাচিত হয়েছেন– মেহেদী হাসান, মাহবুবুল হক সুফিয়ান, খন্দকার আহসানুজ্জামান, নাফিসা তারান্নুম, ইঞ্জিনিয়ার জাহিদ হোসাইন, মেহজাবীন ভূঁইয়া, মো. আরাফাতুর রহমান আপেল, ইঞ্জিনিয়ার মো. মেহেদী হাসান, নভেরা আয়েশা জামান এবং মেহেদী মালেক সজীব।
মন্তব্য করুন: