ajbarta24@gmail.com শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

‘ফ্রেমেবন্দি ৩৬ জুলাই’ ছাত্রশিবিরের অনন্য আয়োজন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৪ ০৯:১২ এএম

ছবি সংগৃহীত

‘ফ্রেমেবন্দি ৩৬ জুলাই : অভ্যুত্থানের পূর্বাপর’ শিরোনামে রাজধানীর জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টাশালী গ্যালারিতে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির। এতে ছাত্র-জনতার অভ্যুত্থানের শহীদ, আহত এবং সম্মুখযোদ্ধাদের ছবি প্রদর্শন করা হচ্ছে। আওয়ামী লীগ শাসনামলের অনিয়মের ব্যঙ্গচিত্রও স্থান পেয়েছে এখানে।

শনিবার শুরু হওয়া এ প্রদর্শনী চলবে আজ সোমবার পর্যন্ত। রোববার আলোকচিত্র প্রদর্শনীতে যান জাতীয় গুম তদন্ত কমিশনের সদস্য নুর খান লিটন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ, বিশিষ্ট আলোকচিত্রী শহিদুল আলম, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পরিচালক এবায়দুর রহমান প্রমুখ।
এদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, সমন্বয়ক আব্দুল কাদের, আবু বাকের মজুমদার, হাসিব আল ইসলামসহ ছাত্র নেতারা প্রদর্শনী ঘুরে দেখেন। অভ্যুত্থানের দিনের রাজপথের লড়াইয়ের কথা বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শোনান তারা।

প্রদশর্নীতে দর্শকদের ভীড়

দ্বিতীয় দিনের প্রদর্শনী দেখতে যান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়েরসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা।

 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর