ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানির একক ও গণ-গ্রামীণ বীমার দেশব্যাপী চার শতাধিক ব্যবসা সফল উন্নয়ন কর্মীদের নিয়ে সুন্দরবন ভ্রমণের আয়োজন করা হয়।
তিন দিনের এই আয়োজনে বিলাসবহুল পর্যটকবাহী ৯টি জাহাজযোগে ফেব্রুয়ারী ২৩ তারিখে খুলনা থেকে সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সুন্দরবন যাত্রার প্রাক্কালে ২২/০২/২০২৫ তারিখে খুলনা ডেল্টা লাইফ টাওয়ারের কনফারেন্স হলে এক সম্মীলন ও ব্রিফিং এর আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে কোম্পানির উপ ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল হক দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) উত্তম কুমার সাধু এবং সহকারী এমডি ও সিএফও মিলটন বেপারী সভায় অনলাইনে যুক্ত হয়ে ভ্রমনকারীদের পরামর্শ প্রদান করেন।
এসময় কেন্দ্রীয় কার্যালয়ের ডিভিপি এস,এম শফিউল্লাহ, এভিপি মোঃ আলী কাওসার, এভিপি বিপুল ভৌমিক, সিনিয়র ম্যানেজার মো: আক্তার হোসেন, এসইও মোঃ শরীফুল ইসলাম ও নির্বাহী কর্মকর্তা লুচিয়ারা খাতুন সহ খুলনা একক ও গণ-গ্রামীণ বীমার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ২০২৫ ব্যবসা বর্ষের শুরুতেই এ ধরনের আনন্দ ভ্রমণের আয়োজন। কর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনার সঞ্চার করেছে।
মন্তব্য করুন: