ajbarta24@gmail.com রবিবার, ৫ জানুয়ারি ২০২৫
২২ পৌষ ১৪৩১

শীর্ষ ৫০ এ দেশি স্মার্টআপ


প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৪ ১৯:১০ পিএম

স্টার্টআপ হুইল ২০২৪ পর্বের আন্তর্জাতিক ট্র্যাকের শীর্ষ ৫০ তালিকায় স্থান পেয়েছে দেশি স্মার্টআপ।

 

বিশ্বের অন্যতম আলোচিত স্টার্টআপ পিচ প্রতিযোগিতা সুপারনোভা চ্যালেঞ্জে স্মার্ট ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম প্রিয়শপ সেমিফাইনালিস্ট হিসেবে স্বীকৃতি পেয়েছে। সুপারনোভা চ্যালেঞ্জ হলো মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া ও আফ্রিকার সমন্বয়ে দুবাইভিত্তিক সবচেয়ে বড় পিচ প্রতিযোগিতা।
স্টার্টআপের জন্য একাধিক বিভাগ রয়েছে প্রতিযোগিতায়। বিশ্বের সামনে মননশীল উদ্ভাবনা প্রদর্শন ও তাদের লক্ষ্য স্থাপন করেছে নির্বাচিত স্টার্টআপ। চ্যালেঞ্জে প্রিয়শপকে ‘ফিনটেক ডিসরাপ্টর’ বিভাগে সেমিফাইনালিস্ট হিসেবে সম্মাননা দেওয়া হয়। বিশ্বের ৭০টি দেশের ৮০০টির বেশি অ্যাপ্লিকেশনের মধ্যে প্রিয়শপ শীর্ষ ১৫তম স্থানে নির্বাচিত হয়। কৃতিত্বটি ভারত, ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মতো দক্ষিণ এশীয় দেশের মধ্যে ফিনটেক খাতে ইউনিকর্ন স্থাপন করেছে।
প্রিয়শপের সিইও আশিকুল আলম খান বলেন, সুপারনোভা চ্যালেঞ্জ ২০২৪ পর্বে দারুণ অভিজ্ঞতা হয়েছে। এ স্বীকৃতির মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে স্থান পেয়েছে প্রিয়শপ। বাংলাদেশি উদ্ভাবন ও উদ্যোক্তাদের এগিয়ে যেতে এমন অর্জন সহায়ক শক্তি হিসেবে কাজ করবে।
এরই মধ্যে প্রিয়শপ আন্তর্জাতিক মঞ্চে উল্লেখযোগ্য কয়েকটি স্বীকৃতি পেয়েছে। 
স্টার্টআপ চ্যাম্পিয়নশিপের শীর্ষ ফাইনালিস্ট, পেগাসাস টেক ভেঞ্চারস দ্বারা আয়োজিত স্টার্টআপ বিশ্বকাপের শীর্ষ ১০ ফাইনালিস্ট ও স্টার্টআপ হুইল ২০২৪ পর্বের আন্তর্জাতিক ট্র্যাকের শীর্ষ ৫০ তালিকায় দেশি স্মার্টআপ হিসেবে স্থান পেয়েছে।
স্মার্টআপটি ধারাবাহিকভাবে কয়েকটি মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় বিশেষ স্বীকৃতি পেয়েছে। যার মধ্যে ইশেলন এক্স, এক্সেলেরেটিং এশিয়াস এশিয়া এক্সেলেরেটর ও স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ অন্যতম। 
এ ছাড়া সংকল্প ঢাকা অ্যাওয়ার্ডস ২০২৩ পর্বে প্রথম রানারআপ স্থান অর্জন, লিপ রকেট ফুয়েল ও হুয়াওয়ে ক্লাউডের স্টার্টআপ ইগনাইটের মতো প্রতিযোগিতায় স্মার্টআপটি স্বীকৃতি পেয়েছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর