[email protected] শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
১ অগ্রহায়ণ ১৪৩২

ফ্রিডম অন দ্য নেট সূচকে বাংলাদেশের স্কোর সাত বছরের সর্বোচ্চ ৪৫

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫ ১৯:১১ পিএম

ছবি : সংগৃহীত

ফ্রিডম হাউসের ‘ফ্রিডম অন দ্য নেট ২০২৫’ প্রতিবেদনে এ বছর বাংলাদেশের স্কোর উল্লেখযোগ্যভাবে বেড়ে ৪৫–এ উঠেছে। গত বছরের ৪০ থেকে এক লাফে ৫ পয়েন্ট বৃদ্ধির মাধ্যমে এটি গত সাত বছরের সর্বোচ্চ অবস্থান।

পাশাপাশি বাংলাদেশ এখন অঞ্চলগতভাবে ভারত ও শ্রীলঙ্কার আরও কাছে এসেছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় শনিবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিশ্বের ৭২টি দেশের মধ্যে এ বছর সবচেয়ে বেশি অগ্রগতি অর্জনকারী দেশ হিসেবে বাংলাদেশকে চিহ্নিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইন্টারনেট স্বাধীনতার এই উন্নতির মূল ভিত্তি দুটি ঘটনা: ২০২৪ সালের আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে গণ-অভ্যুত্থানের মাধ্যমে দমনমূলক সরকারের পতন এবং অন্তর্বর্তী সরকারের নীতিগত সংস্কার। এসব সংস্কারের মধ্যে ছিল ইন্টারনেট শাটডাউন বন্ধে নীতিগত সংশোধন ও বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিল।

ডাক ও আইসিটি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দায়িত্ব গ্রহণের পর নজরদারি কাঠামো সংস্কার, নতুন টেলিকম অধ্যাদেশ, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ এবং জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন। বিশ্বব্যাংকের প্রতিনিধি দল এসব আইনের কিছু অংশকে ‘বিশ্বমানের’ বলেও মন্তব্য করেছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ইন্টারনেট গভর্নেন্স ও ডিজিটাল রূপান্তরের চলমান উদ্যোগগুলো সফল হলে আগামী বছরেই বাংলাদেশের স্কোর ৫০ ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর