ajbarta24@gmail.com শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

জাতীয় ক্রিকেট লিগ

রাজশাহীকে হারাল ঢাকা বিভাগ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৪ ২১:১১ পিএম

ফাইল ছবি

জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডে রাজশাহী বিভাগকে দুই দিনের মধ্যেই ইনিংস ব্যবধানে হারিয়েছে ঢাকা বিভাগ। দলটির হয়ে ৫ উইকেট নিয়েছেন পেসার এনামুল হক। ৫ উইকেট নিয়েছেন সিলেটের পেসার রেজাউর রহমানও। সেঞ্চুরি করেছেন চট্টগ্রামের পারভেজ হোসেন। একই ম্যাচে খুলনার হয়ে ৫ উইকেট নিয়েছেন বাঁহাতি পেসার মেহেদী হাসান রানা।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ঢাকা বিভাগের বিপক্ষে রাজশাহীর হার নিশ্চয়ই হয়ে গিয়েছিল গতকালই। প্রথম দিনের খেলায় আগে ব্যাট করতে নেমে জাতীয় লিগে সর্বনিম্ন দলীয় স্কোর ৪২ রানে অলআউট হয় রাজশাহী। ঢাকার সুমন খান হ্যাটট্রিকসহ নিয়েছেন ৭ উইকেট। জবাবে ঢাকার ব্যাটিংও খুব একটা ভালো হয়নি। তবে যা করেছে, তা ইনিংস জয়ের জন্য যথেষ্ট ছিল।

জিশান আলমের ৪৪ ও রনি তালুকদারের ৪০ রানের সৌজন্যে ঢাকা তাদের প্রথম ইনিংসে ১৮১ রান করে। ১৩৯ রানের পিছিয়ে থাকা রাজশাহী তাদের দ্বিতীয় ইনিংসেও ঘুরে দাঁড়াতে পারেনি। ঢাকার আরেক পেসার এনামুল হক ৫ উইকেট নিলে রাজশাহী অলআউট হয় ১২৮ রানে। ঢাকা শেষ পর্যন্ত ইনিংস ও ১১ রানের বড় জয়ে মাঠ ছাড়ে। ম্যাচসেরা হয়েছেন সুমন।

ইমার্জিং এশিয়া কাপ থেকে ফেরার পর থেকেই জাতীয় লিগে দারুণ ফর্মে আছেন সিলেট বিভাগের পেসার রেজাউর রহমান। এখন পর্যন্ত ৩টি ম্যাচের ৬ ইনিংসের মধ্যে ৫ ইনিংসেই ৩টি করে উইকেট নিয়েছেন। ষষ্ঠ রাউন্ডে এসে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বরিশাল বিভাগের বিপক্ষে ৫ উইকেটের দেখা পেলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তাঁর তৃতীয় ৫ উইকেট। তাঁর দুর্দান্ত বোলিংয়ের সৌজন্যে বরিশালের ইনিংস থেমেছে ৩০৪ রানে। জবাবে তিন ফিফটিতে দ্বিতীয় দিন শেষে সিলেট করেছে ৬ উইকেটে ২১৭ রান। তিনে নামা মুবিন আহমেদ ৫৩ রান করে আউট হয়েছেন। ফর্মে থাকা সিলেটের অধিনায়ক অমিত হাসান ৫৬ রানে থেমেছেন। ৫৩ রান করে আউট হয়েছেন নাসুম আহমেদ।

সিলেট স্টেডিয়ামের পাশের মাঠে খুলনা ও চট্টগ্রামের ম্যাচের দ্বিতীয় দিন শেষে ৪০ রানে এগিয়ে আছে খুলনা। গতকাল নাঈম হাসান ৫ উইকেট নিলে খুলনা অলআউট হয় ২০৪ রানে। জবাবে আজ চট্টগ্রামকে ১৬ রানের লিড এনে দেন পারভেজ হোসেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৫তম ম্যাচে এসে তিনি প্রথম সেঞ্চুরির দেখা পেলেন। সেঞ্চুরিটি এসেছেও সহজাত আক্রমণাত্মক ব্যাটিংয়ে। ১৩৯ বল খেলে ১০৭ রানে থামেন এই বাঁহাতি ওপেনার। খুলনার হয়ে লড়াই করেছেন বাঁহাতি পেসার মেহেদী হাসান রানা, নিয়েছেন ৫ উইকেট। ৪ উইকেট নিয়েছেন আরেক পেসার মাসুম খান। খুলনা দিন শেষে ১ উইকেটে করেছে ৫৬ রান। এনামুল ৩৭ রানে অপরাজিত আছেন।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর