ajbarta24@gmail.com শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

বাংলাদেশের পরিস্থিতি ‘দুর্ভাগ্যজনক’: মার্করাম

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৪ ১৮:১০ পিএম

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম

কানপুরে টেস্ট থেকে অবসর নেওয়ার ঘোষণা দেওয়ার পর মিরপুরে শেষ টেস্ট খেলার ইচ্ছা পূরণ হয়নি সাকিব আল হাসানের। চট্টগ্রাম টেস্টের আগে আবার আলোচনা—বাংলাদেশ দলের অধিনায়কত্ব ছেড়ে দিতে পারেন নাজমুল হোসেন। বাংলাদেশের ক্রিকেট মানেই যেন খেলার সমান্তরালে অন্য আলোচনাও!

চট্টগ্রাম টেস্টের আগে আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের সাম্প্রতিক অবস্থা নিয়ে জানতে চাওয়া হয়েছিল দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করামের কাছে। প্রতিপক্ষ অধিনায়ক হিসেবে বাংলাদেশ দলের এ রকম পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়াটাকে কীভাবে দেখছেন তিনি?

মার্করাম পরিষ্কার করেই বলেছেন, এ বিষয়ে খুব বেশি মনোযোগ তাঁরা দিচ্ছেন না। কারণ, এটা বাইরের একটা বিষয়। তাঁদের পুরো মনোযোগই নিজেদের খেলায়। তবে এটাও বলেছেন, এ রকম পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া কোনো দলের জন্যই প্রত্যাশিত নয়, ‘পারফরম্যান্সের নিশ্চয়তা দেওয়া যায় না। তবে পরিবেশটা অন্তত ঠিক রাখা যায়। বাংলাদেশ দল এখন যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তা দুর্ভাগ্যজনক।’

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টেস্ট–পূর্ব সংবাদ সম্মেলনে মার্করাম বলেছেন, ‘আমাদের হাতে এখনো পাঁচটি টেস্ট ম্যাচ আছে এবং আমাদের সম্ভবত বেশির ভাগ ম্যাচই জিততে হবে। পাঁচটি টেস্ট মানে অনেক খেলা। কাজেই আমরা এখন যেখানে আছি, সেখান থেকে এটা খুবই সম্ভব।
আশা করি, আমরা সেশন ধরে ধরে, ম্যাচ ধরে ধরে এগোতে পারব, আমাদের সুযোগটা বাড়াব।’

সংবাদ সম্মেলনে আসার আগপর্যন্ত জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট না দেখলেও মার্করাম এটা বেশ বুঝতে পারছিলেন যে এখানকার উইকেট মিরপুরের উইকেটের মতো হবে না। পরে অবশ্য মাঠে ফিরে তিনি উইকেট দেখেছেন এবং সেখানে ঢাকার তুলনায় রান করাটা একটু সহজ হবে বলেই অনুমান করছেন। সেটি হলে ওপরের দিকের ব্যাটসম্যানদের কাছে তাঁর প্রত্যাশা পূরণটাও হয়তো সহজ হবে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর