[email protected] সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
১৪ আশ্বিন ১৪৩২

দুর্দান্ত জয়ে রিয়াল মাদ্রিদকে টপকে শীর্ষে বার্সা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০৯ পিএম

ছবিঃ সংগৃহীত

স্প্যানিশ লা লিগায় রিয়াল সোসিয়াদাদের বিপক্ষে পিছিয়ে পড়েও দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। রবিবার ঘরের মাঠ লুইস কোম্পানি স্টেডিয়ামে ২-১ গোলের জয় তুলে নেয় কাতালানরা।

প্রথমার্ধে ৩১ মিনিটে ওদ্রিওজোলার গোলে পিছিয়ে পড়ে বার্সা। তবে ৪৩ মিনিটে রাশফোর্ডের অ্যাসিস্ট থেকে জুলস কৌন্দে সমতা ফেরান। বিরতির পর বদলি হিসেবে মাঠে নামেন লামিন ইয়ামাল। তার ক্রস থেকে হেরে গোল করে দলকে লিড এনে দেন রবার্ট লেভানডোভস্কি। শেষ সময়ে একাধিক চেষ্টা করেও বার্সার রক্ষণ ভেদ করতে ব্যর্থ হয় সোসিয়াদাদ। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

এই জয়ে ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেছে বার্সেলোনা। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। মৌসুমের শুরুতে আক্রমণভাগের তারকারা ছন্দে থাকায় লিগে শিরোপার দৌড়ে দারুণ অবস্থানে রয়েছে কাতালান ক্লাবটি।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর