এশিয়া কাপের রোমাঞ্চকর ফাইনালে প্রথমবার মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও পাকিস্তান। আগামীকাল (রোববার) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গড়াবে এই মহারণ। তবে ম্যাচের আগে দুশ্চিন্তায় ভারতীয় শিবির। শঙ্কায় পড়েছেন দলের দুই তারকা ক্রিকেটার ওপেনার অভিষেক শর্মা ও অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।
ক্রিকইনফো জানিয়েছে, সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে দুজনই চোট নিয়ে মাঠ ছাড়েন। হার্দিক পান্ডিয়া বল করার সময় বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করে খেলা চালিয়ে যেতে পারেননি। ভারতের বোলিং কোচ মরনে মরকেল জানিয়েছেন, এটি গুরুতর নয়, তবে ফাইনালের আগে তার অবস্থা পর্যবেক্ষণ করা হবে।
অন্যদিকে, ইনিংসের নবম ওভারে ফিল্ডিং করার সময় ডান ঊরুতে ব্যথা পান অভিষেক শর্মা। তিনি তখনই মাঠ ছাড়েন এবং আর ফিল্ডিংয়ে নামতে পারেননি। চিকিৎসকরা মাঠেই বরফ ও পিকল জুস দিয়ে প্রাথমিক সেবা দেন।
টুর্নামেন্টে অভিষেক সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ায় তাকে হারালে ভারতের ব্যাটিংয়ে বড় ধাক্কা লাগতে পারে। আর অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া না থাকলে ব্যালান্সে সমস্যা তৈরি হবে।
এশিয়া কাপের ফাইনালে ভারত–পাকিস্তান লড়াই ঘিরে উত্তেজনা তুঙ্গে, তবে দুজন মূল খেলোয়াড়কে ঘিরে শঙ্কা ভারতীয় ভক্তদের নিদ্রাহীন করে তুলেছে।
মন্তব্য করুন: