[email protected] সোমবার, ২৮ জুলাই ২০২৫
১২ শ্রাবণ ১৪৩২

নিয়ম ভেঙে নিষিদ্ধ মেসি ও আলবা!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৬ জুলাই ২০২৫ ১৮:০৭ পিএম

ফাইল ছবি

এমএলএস অল স্টারের ম্যাচে অংশ না নেয়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন ইন্টার মায়ামি ও আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। একই শাস্তির মুখে পড়েছেন মেসির মায়ামি সতীর্থ জর্ডি আলবা।

এর ফলে, রোববার (২৭ জুলাই) সকালে অনুষ্ঠেয় সিনসিনাটির বিপক্ষে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে এই দুই অভিজ্ঞ খেলোয়াড়কে পাবে না ফ্লোরিডার ক্লাবটি।

মূলত মেক্সিকোর লিগা এমএক্সে একাদশের বিপক্ষে এমএলএস অলস্টারের প্রীতি ম্যাচের দলে ছিলেন লিওনেল মেসি ও জর্ডি আলবা। কিন্তু মায়ামির এই দুই ফুটবলারের কেউই অংশ নেননি ম্যাচে। ইনজুরিতে আক্রান্ত না হয়েও এই ম্যাচে অংশ না নেয়ায় এই দুই ফুটলারের বিপক্ষে শাস্তি ঘোষণা করেছে এমএলএস কর্তৃপক্ষ।

লিগের নিয়ম অনু্যায়ী, চোট না পাওয়া কোনো খেলোয়াড় অল স্টার ম‍্যাচ থেকে নিজেকে সরিয়ে নিলে তাকে এক ম‍্যাচের জন‍্য নিষিদ্ধ করা হয়।

বিষয়টি নিয়ে মিয়ামির ব্যবস্থাপনা স্বত্বাধিকারী জর্জ মাস বলেন, ‘মেসি খুবই হতাশ হয়েছে। একই সঙ্গে নিষিদ্ধ হওয়ায় সে বেশ চটেছেন।

উল্লেখ্য, এমএলএসের এবারের আসরে এখন পর্যন্ত ১৭ ম্যাচ খেলে যৌথভাবে সর্বোচ্চ ১৮টি গোল করেছেন লিও মেসি। পাশাপাশি ১০টি অ্যাসিস্টও করেছেন তিনি।

সোর্স: যুমনা

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর