বাফুফে নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার জন্য আবেদন করেছেন তরফদার রুহুল আমিন। ২৬ অক্টোবর হতে যাওয়া নির্বাচনের জন্য তিনি সিনিয়র সহসভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
প্রার্থিতা প্রত্যাহার করার জন্য রুহুল আমিনের আবেদন বৈধ হবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। কারণ, তিনি প্রার্থিতা প্রত্যাহার করার আবেদন বাফুফের নির্বাচন কমিশন বরাবর না করে সেটি করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদকের কাছে।
আজ বেলা ২টা পর্যন্ত ছিল প্রার্থিতা প্রত্যাহারের জন্য আবেদন করার শেষ সময়। সেই সময় শেষ হওয়ার পর রুহুল আমিনের আবেদনটি নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। তাঁর আবেদন বৈধ প্রমাণিত হলে সহসভাপতি পদে ইমরুল হাসান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।
মন্তব্য করুন: