মিরপুরে শেষ ম্যাচ খেলে দেশের মাটিতেই টেস্ট ফরম্যাটকে বিদায় জানাতে চেয়েছিলেন সাকিব আল হাসান। তবে সেটা আর হচ্ছে না। নিরাপত্তা বিবেচনায় আপাতত দেশে ফিরতে নিষেধ করা হয়েছে তারকা এই ক্রিকেটারকে। বিসিবির সঙ্গে আলোচনার পর দেশে ফেরার ফ্লাইট বাতিল করেছেন সাকিব। দেশের মাটিতে শেষ টেস্ট খেলার উদ্দেশে যুক্তরাষ্ট্র থেকে দুবাইয়ে এসেছিলেন সাকিব। বৃহস্পতিবার বিকেলে সেখান থেকে তার রওনা দেয়ার কথা ছিল বাংলাদেশের উদ্দেশ
সূত্রের মাধ্যমে জানা গেছে, বৃহস্পতিবার সাকিবের সঙ্গে একটি ‘জুম মিটিং’ করে বিসিবি। সেই মিটিংয়ে দেশে ফিরতে সাকিবকে নিষেধ করা হয়। বিসিবির পরামর্শ অনুযায়ী ফ্লাইট বাতিল করে দিয়েছেন সাকিব।
এর আগে ভারতের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজ চলাকালীন টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন সাকিব। টি-টোয়েন্টি বিশ্বকাপকেই ওই ফরম্যাটে তার শেষ বলে অভিহিত করে সাকিব জানান, নিরাপত্তা পেলে দেশের মাটিতে শেষ টেস্ট খেলতে চান তিনি।
সাকিবের এই ঘোষণার পরপরই তার দেশে ফেরার বিষয়টি আলোচনায় আসে। এই ইস্যুতে দেশের ক্রিকেট সমর্থকদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। একপর্যায়ে বিসিবি তার নিরাপত্তায় অপারগতা প্রকাশ করে। তবে অনেক নাটকীয়তার পর ক্রীড়া মন্ত্রণালয় সাকিবকে নিরাপত্তা দিতে রাজি হয়।
দেশে ফেরার বিষয় নিয়ে সম্প্রতি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর সঙ্গে কথা বলেছেন সাকিব। সেখানে তিনি বলেন, ‘পরবর্তী সময়ে কোথায় যাব, জানি না। তবে এটা প্রায় নিশ্চিত যে আমি দেশে ফিরছি না।’ সাকিবের এই বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, বাংলাদেশে সহসাই ফিরছেন না তিনি। তাই দেশের মাটিতে অবসর নেয়ার স্বপ্ন আদৌ পূরণ হবে কিনা এই অলরাউন্ডারের, সেটা নিয়ে ব্যাপক শঙ্কা তৈরি হয়েছে।
মন্তব্য করুন: