[email protected] বৃহঃস্পতিবার, ১৫ মে ২০২৫
১ জ্যৈষ্ঠ ১৪৩২

আইসিসির মাসসেরা ক্রিকেটার ‘মিরাজ’

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪ মে ২০২৫ ১৭:০৫ পিএম

ফাইল ছবি

গত মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করেন মেহেদি হাসান মিরাজ। এবার সেটার স্বীকৃতি পেলেন এই অলরাউন্ডার। এপ্রিলের ‘দ্য প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন তিনি।

ক্যারিয়ারে প্রথমবারের মতো মাসসেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন মিরাজ। সেরা হওয়ার পথে জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ও নিউজিল্যান্ডের বেন সিয়ার্সকে পেছনে ফেলেছেন ২৭ বছর বয়সী এই ক্রিকেটার। ১৪ মে এক বিবৃতিতে এপ্রিলের সেরা ক্রিকেটার হিসেবে মিরাজের নাম ঘোষণা করেছে আইসিসি।

তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আইসিসির মাসসেরার পুরস্কার জিতলেন মিরাজ। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এর আগে এই পুরস্করি জিতেছিলেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।

গত মাসে জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট ও চট্টগ্রামে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। সিরিজে একটি সেঞ্চুরির পাশাপাশি অফস্পিনে তিনবার ফাইফার নেন মিরাজ।

সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে তিন উইকেটে হেরে যায় বাংলাদেশ। সে ম্যাচে মিরাজের অবদান ১০ উইকেট ও ১২ রান। দ্বিতীয় টেস্টে আরও দুর্দান্ত ছিলেন মিরাজ। ১০৪ রানের ইনিংস খেলার পর বল হাতে নেন ৫ উইকেট। তাতে সফরকারীদের ইনিংস ও ১০৬ রানে হারিয়ে ১-১ সমতায় সিরিজ শেষ করে স্বাগতিকরা।

সোর্স: আমার দেশ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর