[email protected] মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

আইপিএলের ফেরার দিন মাঠে ফিরছে পিএসএলও

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ মে ২০২৫ ১৭:০৫ পিএম

ফাইল ছবি

পাকিস্তান সুপার লিগ-পিএসএল আবার শুরু হচ্ছে ১৭ মে থেকে। ১৩মে এই ঘোষণা দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড-পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। বাকি থাকা আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে। ফাইনাল হবে ২৫ মে।

এর আগে ছয়টি ফ্র্যাঞ্চাইজি তাদের বিদেশি খেলোয়াড়দের সাথে যোগাযোগ করেছে। সীমান্তে ভারত-পাকিস্তানের উত্তেজনার সময় তাদের একটি চার্টার্ড ফ্লাইটে দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। এখন যুদ্ধবিরতির পর তাদের ফেরার আহ্বান জানানো হয়েছে।

একটি সূত্র জানিয়েছে, ‘ফ্র্যাঞ্চাইজিগুলো বিদেশি খেলোয়াড়দের সাথে ১৭ থেকে ২৫ মে পর্যন্ত সম্ভাব্য সময় নিয়ে কথা বলছে। রাওয়ালপিন্ডিকে ভেন্যু হিসেবে প্রস্তাব দেওয়া হয়েছে।’

সূত্র আরও জানায়, ‘যখন ফ্র্যাঞ্চাইজিগুলো নিশ্চিত করবে কে কে খেলবে, তখন পিসিবি চূড়ান্ত সূচি ঘোষণা করবে। এরপর চেয়ারম্যান মহসিন নাকভির অনুমোদন নেওয়া হবে।’

একই দিনে শুরু হচ্ছে আইপিএলও। ১৭ মে থেকে পুনরায় শুরু হবে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগ, যার ফাইনাল ৩ জুন। 

এর আগে গত ৮ মে প্রথমে পিএসএলে পেশোয়ার জালমি আর করাচি কিংসের ম্যাচ বাতিল হয় নিরাপত্তাজনিত কারণে। একই দিনে আইপিএলে ম্যাচ মাঠে গড়ালেও শেষ করা যায়নি, ২০০ কিলোমিটার দূরে ড্রোন হামলার কারণে পাঞ্জাব আর দিল্লি ক্যাপিটালসের ম্যাচ বাতিল হয়ে যায়। 

স্থগিত হওয়ার দিনটা একই ছিল, এবার মাঠে ফেরার দিনটাও মিলে যাচ্ছে আইপিএল আর পিএসএলের।

সোর্স: যুগান্তর 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর