মেজর লিগ সকার (এমএলএস)-এ লিওনেল মেসির পথচলা আরও দীর্ঘায়িত হতে যাচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম 'দ্য অ্যাথলেটিক'-এর তথ্য অনুযায়ী, ইন্টার মায়ামির সঙ্গে ২০২৬ মৌসুম পর্যন্ত চুক্তি নবায়নের চূড়ান্ত পর্যায়ে রয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।
২০২৩ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের এই ক্লাবের সঙ্গে মেসি তিন বছরের চুক্তি করেছিলেন, যা শেষ হওয়ার কথা ২০২৫ মৌসুম শেষে। তবে নতুন চুক্তি অনুযায়ী, আগামী বছরের শেষে নতুন স্টেডিয়ামে ইন্টার মায়ামির জার্সিতে দেখা যেতে পারে আটবারের ব্যালন ডি'অর জয়ীকে। তখন তার বয়স হবে ৩৯।
চুক্তি নবায়নের খবরটি মেসির ২০২৬ বিশ্বকাপে খেলার সম্ভাবনাকেও উসকে দিয়েছে। মেসি কি ষষ্ঠ বিশ্বকাপ খেলবেন? অনেকেই যেখানে ভেবেছিলেন, ২০২২ কাতার আসরই হবে শেষ, সেখানে এই সিদ্ধান্ত অন্তত ১৮ মাসের জন্য তার ক্যারিয়ার বাড়িয়ে দিচ্ছে। ২০২৬ বিশ্বকাপ যেহেতু যুক্তরাষ্ট্রেই অনুষ্ঠিত হবে, তাই স্বপ্নটা হয়তো আরও কাছের!
ইন্টার মায়ামির সহ-মালিক হোর্হে মাস বেশ আত্মবিশ্বাসী। সম্প্রতি তিনি বলেছেন, 'তারকা'রা এক জায়গায় মিলে গেছে। মেসির ইচ্ছাই এখানে মুখ্য। আশা করি আগামী ৬০-৯০ দিনের মধ্যেই বিষয়টি চূড়ান্ত হবে। সবকিছুই করছি এই উদ্দেশ্যে, যেন নতুন স্টেডিয়ামে ২০২৬ সালে মেসিকে দেখতে পারি।'
তৃতীয় এমএলএস মৌসুমে দারুণ ছন্দে আছেন মেসি। চার ম্যাচে করেছেন তিনটি গোল, অ্যাসিস্ট করেছেন দুটি। তার দল ইন্টার মায়ামি বর্তমানে ইস্টার্ন কনফারেন্সের দ্বিতীয় স্থানে রয়েছে।
১৪ এপ্রিল ভোর ২:৩০টায় শিকাগো ফায়ারের মুখোমুখি হবে ইন্টার মায়ামি। সেই ম্যাচেও মাঠে থাকবেন মেসি। তার ভবিষ্যৎ নিয়ে আলোচনার মাঝেও মাঠে দারুণ ফর্মেই আছেন এই ক্ষুদে জাদুকর।
সোর্স: কালবেলা
মন্তব্য করুন: