ajbarta24@gmail.com মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
১৮ চৈত্র ১৪৩১

নিজের মোমের মূর্তি দেখে এমবাপ্পে, 'দ্যাটস মি…পারফেক্ট… হ্যান্ডসাম'

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৫ ১৬:০৩ পিএম

সংগৃহীত

প্রথম দেখায় কোনটা আসল আর কোনটা নকল বোঝার উপায় নেই। মোমের তৈরি নিজের অবয়ব দেখে আসল এমবাপ্পে (বাঁয়ে) নিজেও যেন বিস্মিত। পরে ফ্রান্সের অ্যাওয়ে জার্সি পরা অন্য এমবাপ্পেকে পরিচয় করিয়ে দেন নিজের ‘যমজ’ বলে। এমবাপ্পের মোমের তৈরি ভাস্কর্যটি দেখা যাবে লন্ডনের বিখ্যাত মাদাম তুসো জাদুঘরে ।

এই ফুটবল তারকা লন্ডনের বিখ্যাত মাদাম তুসোর জাদুঘরে তার মোমের মূর্তিটি দেখে একেবারেই মুগ্ধ। শুধু মুগ্ধই নন নিজেই বললেন, ‘অসাধারণ! দেখতে বেশ সুদর্শন লাগছে!’

ইস্টারের সময় থেকে লন্ডনের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র মাদাম তুসোর জাদুঘরে প্রদর্শিত হবে এমবাপ্পের এই মূর্তি। সম্প্রতি প্রথমবারের মতো নিজ মূর্তি পরিদর্শনে লন্ডনে যান তিনি। মূর্তিটি দেখার পরই তার তাৎক্ষণিক প্রতিক্রিয়া, ‘ওহ ওয়াও! নতুন (ফ্রান্সের) জার্সি, নতুন বুট! এ তো একেবারেই আমি! দারুণ কাজ হয়েছে। অসাধারণ! তোমরা সব কিছু নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে। হ্যাঁ, এটাই আমি!’

২০১৮ বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ডের ইতোমধ্যেই প্যারিসের গ্রেভিন মিউজিয়ামে একটি মোমের মূর্তি রয়েছে। তবে, এবার লন্ডনের মাদাম তুসোরে জায়গা পাওয়া বিশেষ সম্মানের বলেই মনে করছেন তিনি।

‘এটা আমার জন্য বড় একটা অর্জন। মাদাম তুসোর পরিবারের অংশ হতে পারা গর্বের ব্যাপার। আমি সত্যিই খুশি এবং আরও বেশি আনন্দিত যখন নিজ চোখে এমন নিখুঁত প্রতিচ্ছবি দেখি। এটা সত্যিই অসাধারণ! আমি খুব গর্বিত। আজ আমার জন্য বড় একটা দিন,’ বললেন ২৬ বছর বয়সী এই তারকা।

গত গ্রীষ্মে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া এমবাপ্পে লন্ডনের প্রতি বরাবরই মুগ্ধ। ‘আমি শহরটা খুব ভালোবাসি। এখানকার রেস্তোরাঁগুলোতে যাই, দেশের সংস্কৃতি অনুভব করি। নিঃসন্দেহে লন্ডন বিশ্বের অন্যতম সেরা শহর,’ বললেন এই ফরাসি ফুটবল স্টার। এখন অপেক্ষা, ইস্টারে মাদাম তুসোর জাদুঘরে এমবাপ্পের মূর্তি দেখার জন্য দর্শকদের উপচে পড়া ভিড়ের!

সোর্স: বাংলাভিশন

 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর