ajbarta24@gmail.com শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১

বিদায়ী টেস্টে অংশ নিতে দেশে আসবেন সাকিব

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৪ ২০:১০ পিএম

ফাইল ছবি

দক্ষিণ আফ্রিকার দেশের মাঠে টেস্ট সংস্করণ থেকে বিদায়ের আশার কথা জানিয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু রাজনৈতিক জটিলতায় দেশে তাঁর নিরাপত্তা দিতে প্রথমে অক্ষমতা প্রকাশ করেছিল বিসিবি। পরবর্তীতে সরকার ও বিসিবির চাওয়ায় নিরাপত্তা ইস্যুতে আশ্বস্ত হয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব।

জানা গেছে, আগামী পরশু (বৃহস্পতিবার) বিদায়ী টেস্ট খেলতে দেশে ফিরবেন সাকিব। বিসিবি ও সাকিবের ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। দেশে ফেরার রাষ্ট্রীয় সবুজ সংকেত পেয়েছেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর গত ২ জুলাই লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট খেলতে দেশ ছাড়েন এই বাঁহাতি অলরাউন্ডার।

মেজর লিগ শেষে কানাডায় খেলেছিলেন গ্লোবাল টি-টোয়েন্টি। সেখান থেকেই পাকিস্তান সফরে যোগ দিয়েছিলেন জাতীয় দলের সঙ্গে। পাকিস্তান সফর শেষে সরাসরি চলে যান ইংল্যান্ডে কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে। কাউন্টিতে সারের হয়ে একটি ম্যাচ খেলে আবারও জাতীয় দলের ডিউটি পালনে যান ভারত সফরে।

ভারত থেকে টেস্ট সিরিজ শেষে আবারও যুক্তরাষ্ট্রে চলে যান সাকিব। কিন্তু যাওয়ার পথে মাঝে দুবাইয়ে সরকারের প্রতিনিধিদের সঙ্গে তাঁর বৈঠক হয়েছে বলেও শোনা যায়। পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে নিজের অবস্থান পরিষ্কার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন সাকিব।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও জানিয়েছেন, সাকিবের দেশে ফিরতে বাধা নেই। সবুজ সংকেত পেয়ে এবার দেশে ফেরার অপেক্ষা পুরাতে যাচ্ছে সাকিবের।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর