ajbarta24@gmail.com শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
৩০ ফাল্গুন ১৪৩১

কোন ভয়ে রোনালদো আজ খেলছেন না এস্তেগলালের বিপক্ষে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩ মার্চ ২০২৫ ১৬:০৩ পিএম

ফাইল ছবি

তেহরানের আজাদি স্পোর্টস কমপ্লেক্সে আজ রাতে মুখোমুখি হবে আল নাসর ও এস্তেগলাল। এএফসি চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগের এই ম্যাচ শুরু হবে রাত ১০টায়। তবে এই ম্যাচে খেলছেন না ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসর গতকাল ইরানে পৌঁছালেও পর্তুগিজ ফরোয়ার্ড যাননি।

এস্তেগলালের বিপক্ষে ম্যাচের জন্য নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে ১৯ সদস্যের দল গত রাতে প্রকাশ করেছে। এই তালিকায় রোনালদোর নাম নেই। পর্তুগিহ তারকা ফরোয়ার্ড কেন থাকছেন না—এ বিষয়ে মার্কাসহ কয়েকটি সংবাদমাধ্যমে বলা হয়েছে ৯৯ দোররার কথা। আবার কেউ বলছেন পর্তুগিজ ফরোয়ার্ডের নিরাপত্তার শঙ্কা রয়েছে। পাশাপাশি চোটের খবরও জানা যাচ্ছে।

২০২৩ সালের সেপ্টেম্বরে পারসেপোলিসের বিপক্ষে আল নাসরের জার্সিতে খেলতে তেহরানে গিয়েছিলেন রোনালদো। সেই সময় সেখানে শারীরিক প্রতিবন্ধিতার শিকার এক নারী চিত্রশিল্পীকে জড়িয়ে ধরে পর্তুগিজ ফরোয়ার্ডকে চুমুও খেতে দেখা গেছে। এই ঘটনার ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। মার্কার খবরে বলা হয়েছে, ইরানের আইনে রোনালদোর ঘটনা ‘ব্যভিচার’ হিসেবে দেখা হচ্ছে।এই ব্যাভিচারের শাস্তি ৯৯ বেত্রাঘাত বা দোররা। ২০২৩ সালের সেই ঘটনার শাস্তি হওয়ার আশঙ্কা রয়েছে বলে সেখানে যাননি রোনালদো। তবে এ বিষয়ে মার্কা কোনো সূত্রের কথা বলেনি।

রোনালদো সর্বশেষ মাঠে নেমেছেন ২৮ ফেব্রুয়ারি সৌদি প্রো লিগে আল-ওরোবাহর বিপক্ষে। সেই ম্যাচে আল নাসর হেরেছে ২-১ গোলে। সৌদি প্রো লিগে ২৩ ম্যাচে ১৪ জয়, ৫ ড্র ও ৪ পরাজয়ে ৪৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে রোনালদোর দল। সমান ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে আল ইত্তিহাদ পয়েন্ট তালিকার শীর্ষে। তবে রোনালদো ২০২৪-২৫ মৌসুমে দারুণ ছন্দে আছেন। ৩০ ম্যাচে ২৫ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ৪ গোলে।

সোর্স: আজকের পত্রিকা




মন্তব্য করুন:

সম্পর্কিত খবর