ajbarta24@gmail.com শনিবার, ১৫ মার্চ ২০২৫
১ চৈত্র ১৪৩১

১৩ কোটি টাকার ঘড়ি–জামাকাপড় পরে সাক্ষাৎকার দিলেন নেইমার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২ মার্চ ২০২৫ ১৫:০৩ পিএম

সংগৃহীত

লম্বা সময় ধরে মাঠে দ্যুতি ছাড়াতে না পারলেও এবার এক সাক্ষাতকারে এসে দ্যুতি ছাড়ালেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। নজর কেড়েছেন জামাকাপড় ও সাজসজ্জার মাধ্যমে।

সম্প্রতি ‘পদপাহ’ নামের এক পডকাস্টে কথা বলেছেন নেইমার। যেখানে লিওনেল মেসিকে পেনাল্টি শেখানো এবং বায়ার্ন মিউনিখে প্রায় যোগ দিয়ে ফেলাসহ নানা বিষয়ে কথা বলেছেন সাবেক বার্সেলোনা তারকা।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ জানিয়েছে, পদপাহর পডকাস্টে যেসব জামাকাপড়, জুতা ও ঘড়ি পরে নেইমার কথা বলতে এসেছিলেন, সেসবের মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ কোটি টাকা।

এই সাক্ষাৎকারে নেইমার পরে এসেছিলেন লুই ভিঁতোর স্নিকার্স। যার দাম প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। নেইমারের পরনে থাকা বালেনচিয়াগা ব্র্যান্ডের টি-শার্টের দাম প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া তার পরনে থাকা প্যান্টের দাম প্রায় ১৪ লাখ টাকা এবং ক্যাপের দাম ৭৮ হাজার টাকা।

নেইমারের সাজসজ্জায় সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল ঘড়ি। রিচার্ড মিলের যে ঘড়ি পরে নেইমার সাক্ষাৎকার দিয়েছেন, তার মূল্য বাংলাদেশি টাকায় প্রায় ১৩ কোটি টাকা। সব মিলিয়ে নেইমার ১৩ কোটি ২০ লাখ টাকা মূল্যের সামগ্রী পরে সাক্ষাতকার দিয়েছেন।

এই সাক্ষাৎকারে নেইমার জানিয়েছেন, ২০১৩ সালে পেপ গার্দিওলার কারণে তিনি বায়ার্ন মিউনিখে প্রায় যোগ দিয়েই ফেলেছিলেন। সে সময়ের ঘটনা নিয়ে ব্রাজিল জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি গোল করা এই ফুটবলার বলেছেন, ‘গার্দিওলার কারণে আমি বায়ার্নে প্রায় চলেই গিয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত আর যাওয়া হয়নি।

সোর্স: চ্যানেল 24

 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর