সদ্য সমাপ্ত জাতীয় অ্যাথলেটিক্সে ইংল্যান্ড প্রবাসী ইমরানুর রহমান অংশগ্রহণ করেননি। আর এই সুযোগ কাজে লাগিয়ে নিজের পুরোনো মুকুট ফিরে পেয়েছিলেন মোহাম্মদ ইসমাইল। তবে মুকুট ফিরে পেলেও আসন্ন বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন না তিনি। জহিরের উপরেই ভরসা রাখছে ফেডারেশন।
আগামী ২১ মার্চ চীনের নানজিংয়ে বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন আগে সাবেক দ্রুততম মানব ইমরানুর রহমানকে প্রেরণের সিদ্ধান্ত নিয়েছিল।
কিন্তু ব্যক্তিগত কারণে জাতীয় অ্যাথলেটিক্স ও বিশ্ব ইনডোর থেকে নাম প্রত্যাহার করে নেন ইমরান। তবে জাতীয় অ্যাথলেটিক্সের পর ৪০০ মিটারে প্রথম হওয়া জহির রায়হানকে বিশ্ব ইনডোরে প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে অ্যাথলেটিক্স ফেডারেশন।
অথচ এবারের আসরে দ্রুততম মানবের মুকুট উঠেছে ইসমাইলের মাথায়। তবে কেন জহিরকে প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে এমন প্রশ্নের উত্তরে ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, গত বছর এশিয়ান ইনডোরে জহির রৌপ্য জিতেছে। তাই এবার বিশ্ব ইনডোরে তাকে আমরা নির্বাচিত করেছি। ইসমাইল, জহির সহ আরো দুই একজনের ব্যাপারে আমরা চুলচেরা বিশ্লেষণ করেই সিদ্ধান্ত নিয়েছি।
এর আগে ২০২১ সালে দ্রুততম মানব হয়েও টোকিও অলিম্পিকে খেলতে পারেননি ইসমাইল। এ নিয়ে আক্ষেপ ও ফেডারেশনের সমালোচনা করায় বহিষ্কার হয়েছিলেন। এবারও ঘটনার পুনরাবৃত্তি ঘটল।
সোর্স: Rtv news
মন্তব্য করুন: